Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভেঙে পড়ল ইসরোর স্যাটেলাইট, মহাকাশ থেকে সাইক্লোন-বজ্রপাতে ‘চোখ’ রাখা হল না ভারতের

ISRO GSLV-F10: করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যায় এই স্যাটেলাইটের উৎক্ষেপণ। ক্রায়োজেনিক স্টেজে গিয়ে ব্যর্থ হয় ওই স্যাটেলাইট।

ভেঙে পড়ল ইসরোর স্যাটেলাইট, মহাকাশ থেকে সাইক্লোন-বজ্রপাতে 'চোখ' রাখা হল না ভারতের
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 12, 2021 | 12:05 PM

নয়া দিল্লি: ফের একবার ব্যর্থতার সাক্ষী হল ইসরো (ISRO)। প্রযুক্তিগত কারণে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা গেল না ভারতের জিএসএলভি স্যাটেলাইট (GSLV-F10)। আজ, বৃহস্পতিবার ভোরে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় সেই স্যাটেলাইট (Satellite)। ২৬ ঘণ্টা কাউন্টডাউনের পর ভোর ৫ টা ৪৩ মিনিটে উৎক্ষেপণ করা হয়। এর কিছুক্ষণ পরই মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর তরফে জানিয়ে দেওয়া হয় যে ক্রায়োজেনিক পর্যায় পেরতে সমস্যায় পড়তে হয়েছিল এই স্যাটেলাইটকে। আর তার জেরেই উৎক্ষেপণ সফল হয়নি।

ইসরোর তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম ও দ্বিতীয় ধাপে নির্ধারিত পথেই এগোচ্ছিল স্যাটেলাইট। কিন্তু প্রযুক্তিগত ক্রুটি ধরা পড়ে ক্রায়োজেনিক স্টেজে। আর তার জেরেই ব্যর্থ হয়েছে এই উৎক্ষেপণ। জানা গিয়েছে, এই স্যাটেলাইটের মাধ্যমে সাইক্লোন, মেঘ ভাঙা বৃষ্টি কিংবা বজ্রপাতের অবস্থান বোঝার কথা ছিল ভারতের।

উৎক্ষেপণের কিছুক্ষণ পর ইসরোর মিশন কন্ট্রোল সেন্টার থেকে জানানো হয় যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ব্যর্থ হয়েছে মিশন। এপ্রিল-মে মাসে এই স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতির কারণে মিশন পিছিয়ে যায়। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার এই ব্যর্থতার খবর শুনে হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘স্যাটেলাইটটা সমুদ্রে পড়ে যাবে ও চিরতরে হারিয়ে যাবে।’

তিনি জানান, এই নিয়ে দ্বিতীয়বার ক্রায়োজেনিক পর্যায়ে ব্যর্থ হল কোনও উৎক্ষেপণ। এই পর্যায়কে অত্যন্ত জটিল বলে ব্যাখ্যা করেন তিনি। তাঁর মতে, ব্যর্থ হওয়ার আনেক কারণ থাকতে পারে। তবে মিশন পিছিয়ে যাওয়ার কারণে অনেক সময় স্যাটেলাইটে প্রভাব পড়ে বলেও জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে প্রায় এক বছর ধরে পড়েছিল স্যাটেলাইটটি, সেই কারণেও ত্রুটি দেখা দিতে পারে। আরও পড়ুন: ফের ধর্ষণকাণ্ডে শিরোনামে রাজধানী, এ বার প্রতিবেশীর লালসার শিকার ৬ বছরের নাবালিকা