Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jagdeep Dhankhar-Dola Sen: দোলা সেন জিভ কাটলেন, রাজ্যসভায় অতীতের সব কথা বলে দিলেন ধনখড়

Jagdeep Dhankhar-Dola Sen: এদিন ছিল দোলা সেনের জন্মদিন। রীতি মেনে সাংসদ সম্পর্কে এদিন কিছু কথা বলছিলেন, উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

Jagdeep Dhankhar-Dola Sen: দোলা সেন জিভ কাটলেন, রাজ্যসভায় অতীতের সব কথা বলে দিলেন ধনখড়
Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 11:34 PM

নয়া দিল্লি: বর্তমানে দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। পদাধিকার বলে তিনি রাজ্যসভার চেয়ারম্যান। এই জগদীপ ধনখড়ই একসময় ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। সেই সময় এবং বর্তমানেও পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় রয়েছে তৃণমূল। সেই দলের অন্যতম দোর্দণ্ডপ্রতাপ নেত্রীর নাম দোলা সেন। আজ যখন সংসদের উচ্চকক্ষে চেয়ারম্যান পদে ধনখড়, তখন সেই কক্ষেরই অন্যতম সদস্য দোলা সেন। সমাপতন বোধ হয় একেই বলে।

একসময় রাজ্যপাল থাকাকালীন তৃণমূল নেত্রী দোলাকে সামলাতে হিমসিম খেতে হয়েছিল ধনখড়। আজও রাজ্যসভায় নানা ইস্যুতে সরব হতে দেখা যায় দোলাকে। আজ, বুধবার ছিল দোলা সেনের জন্মদিন। এদিন রীতি মেনে সাংসদ সম্পর্কে কিছু কথা বলছিলেন, উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়।

শুরুতেই দোলা সেনকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। দোলা সম্পর্কে দু-চার কথাও বলেন। দোলা সেনের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক জীবন, শ্রমিক আন্দোলনের নেত্রী হিসেবে তাঁর অবদানের প্রশংসাও করেন তিনি। হাসিমুখে সে সব শুনছিলেন দোলা। মাঝে মাঝে হাত জড় করে জগদীপ ধনখড়কে সৌজন্য দেখাচ্ছেন।

ভুলে গেলে চলবে না, জগদীপ ধনখড় বাংলার রাজ্যপাল থাকাকালীন রাজ্যের তৃণমূল শাসিত সরকার ও রাজ্যপালের বিরোধের কথা ভোলেনি রাজনৈতিক মহল। বারবার মত পার্থক্য সামনে এসেছে। রাজভবনে গিয়ে একাধিকবার অভিযোগ জানিয়েছে শাসক দল। সেই জমানার একটি গল্প এদিন হাসতে হাসতে বললেন ধনখড়।

ধনখড় বলেন, ‘একদিন রাজভবনে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন দোলা সেন। বাইরে তখন দাঁড়িয়ে আছেন তাঁর নিরাপত্তারক্ষীরা।’ মজার ছলে ধনখড় বলেন, ‘দোলা সেনের গলা সবসময়ই হাই ডেসিবেলে থাকে।’ সংসদে হোক বা বাইরে বিরোধী দলের বিরুদ্ধে দোলা কীভাবে গলা চড়ান, তা কারও অজানা নয়। ধনখড় জানান, সেদিন দোলা যখন তাঁর সঙ্গে কথা বলছিলেন, সেই সময় বাইরে থাকা তাঁর নিরাপত্তারক্ষীরা হঠাৎ তৎপর হয়ে ওঠেন। একজন ভিতরে দেখতেও চলে যান যে রাজ্যপাল ঠিক আছে তো? আদতে সেদিন দোলা সেনের গলা শুনেই নাকি চিন্তায় পড়ে গিয়েছিলেন তাঁরা।

সব শেষে ধনখড় হাসতে হাসতে বলেন, ‘ভবিতব্য দেখুন। আমি আবার এখানেই (রাজ্যসভা) এসেছি।’ সেই গল্প শুনে হেসে ওঠেন শাসক-বিরোধী সব সাংসদ। দোলা তো এসব শুনে জিভ কেটে ফেলেন। তবে সংসদের মেজাজটা কিছুটা হালকা হয়ে যায় এদিন ধনখড়ের গল্পে।

উল্লেখ্য, শুধুই সংসদীয় রাজনীতিতে নয়, পথে-প্রতিবাদে দোলা সেন চিরকালই অগ্রভাগে থাকা এক মুখ। বিশেষত শ্রমিকদের অধিকারের লড়াইতে বরাবরই সামনে থেকেছেন বর্ষীয়ান তৃণমূল নেত্রী দোলা সেন। তৃতীয়বার রাজ্য়সভার সাংসদ হিসেবে বর্তমানে দায়িত্বে রয়েছেন তিনি।