‘BJP-র থেকে চাওয়ার সাহস হবে তো?’, চন্দ্রবাবুর পুরোনো ঘায়ে নুনের ছিটে কংগ্রেসের
Jairam Ramesh to Chandrababu Naidu: টিডিপি প্রধান চন্দ্রবাবুকে নাইডুর পুরোনো ঘায়ে নুনের ছিটে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বুধবার (৫ জুন) সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের মিডিয়া ইনচার্জ এই বিষয়ে বেশ কয়েকটি পোস্ট করেছেন। অন্ধ্র প্রদেশকে বিশেষ বিভাগের মর্যাদা দেওয়ার বিষয়ে, বিজেপির 'নিষ্ক্রিয়তার' প্রতিবাদেই যে ২০১৮ সালে এনডিএ ত্যাগ করেছিল টিডিপি, তাও মনে করিয়ে দিয়েছেন জয়রাম রমেশ।
নয়া দিল্লি: “কেন্দ্রে এনডিএ-কে সমর্থনের জন্য একটি অ-আলোচনাযোগ্য পূর্বশর্ত হিসাবে অন্ধ্র প্রদেশের জন্য বিশেষ বিভাগের মর্যাদা দাবি করার সাহস কি আপনার হবে?” এনডিএ সরকার গঠনের তোড়জোড়ের মধ্যে, টিডিপি প্রধান চন্দ্রবাবুকে নাইডুর পুরোনো ঘায়ে নুনের ছিটে দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। বুধবার (৫ জুন) সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের মিডিয়া ইনচার্জ এই বিষয়ে বেশ কয়েকটি পোস্ট করেছেন।
অন্ধ্র প্রদেশকে বিশেষ বিভাগের মর্যাদা দেওয়ার বিষয়ে, বিজেপির ‘নিষ্ক্রিয়তার’ প্রতিবাদেই যে ২০১৮ সালে এনডিএ ত্যাগ করেছিল টিডিপি, তাও মনে করিয়ে দিয়েছেন জয়রাম রমেশ। তিনি আরও বলেছেন, “বিজেপি এখনও এই বিষয়ে নীরব থাকা সত্ত্বেও, তাদের শিবিরে ফিরে এসেছে দলটি (টিডিপি)।” কংগ্রেস নেতা আরও দাবি করেছেন, শুধুমাত্র কংগ্রেসই অন্ধ্র প্রদেশকে বিশেষ বিভাগের মর্যাদা দিতে পারে। কংগ্রেসের নির্বাচনী ম্যানিফেস্টোতেও এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। তিনি আরও জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারিতে, রাজ্যসভায় অন্ধ্র প্রদেশ পুনর্গঠন আইন, ২০১৪ পাশের সময় এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী, ড. মনমোহন সিং।
জয়রাম রমেশ আরও জানিয়েছেন, বিশেষ বিভাগের মর্যাদা পেলে, অন্ধ্র প্রদেশ বিশেষ কেন্দ্রীয় সহায়তা অনুদান পেত। বিভিন্ন প্রকল্পের জন্য আরও ভাল শর্তে তহবিল পেত। আবগারি শুল্কে ছাড় এবং লগ্নি টানার জন্য কর মকুবের মতো সুবিধা পেত। তিনি বলেছেন, “হায়দরাবাদ, তেলঙ্গানায় চলে যাওয়ার পর, এই বিধানগুলি রাজ্যের সমৃদ্ধির অব্যাহত রাখার ভিত্তি স্থাপনে সাহায্য করতে পারত। কিন্তু, মোদী সরকার ১০ বছর ধরে রাজ্যের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”
২০১৪ সালে রাজ্য ভাগের আগে, অন্ধ্র প্রদেশ এবং তেলেঙ্গানা দুই রাজ্যকেই বিশেষ বিভাগের মর্যাদা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, তেলঙ্গানা, বিশেষ বিুভাগের মর্যাদা পেলেও, অন্ধ্র প্রদেশকে তা দিতে অস্বীকার করেছিল কেন্দ্র। মোদী সরকার তাঁর রাজ্যকে এই মর্যাদা না দেওয়ায়, ২০১৮ সালে এনডিএ জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। মোদী সরকারের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাবও এনেছিলেন। কিন্তু, তীব্র বিতর্কের পর ভোটে জিতেছিল সরকার।