আগামী বছরও নিষিদ্ধ থাকবে ১১ ব্র্যান্ডের পান মশলা, সিদ্ধান্ত হেমন্ত সোরেনের

ওয়ার্ল্ড নো টোবাকো ডে-তে এই সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ডের সরকার।

আগামী বছরও নিষিদ্ধ থাকবে ১১ ব্র্যান্ডের পান মশলা, সিদ্ধান্ত হেমন্ত সোরেনের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jun 01, 2021 | 8:14 AM

রাঁচি: বৈজ্ঞানিক সমীক্ষা বলছে ম্যাগনেসিয়াম কার্বোনেট-যুক্ত পান মাশলা খাওয়ার অর্থ হাইপার ম্যাগনেসিয়া। সেখান থেকে হৃদরোগের সমস্যা প্রকট হয়। তাই আরও ১ বছর ১১ ব্র্যান্ডের পান মশলা ঝাড়খণ্ডে (Jharkhand) নিষিদ্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ওয়ার্ল্ড নো টোবাকো ডে-তে এই সিদ্ধান্ত নিয়েছে ঝাড়খণ্ডের সরকার।

২০২০ সালের মে মাসে জনস্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছিল হেমন্ত সোরেনের সরকার। এ বার ব্যানের মেয়াদ বাড়ানোর সময় সে রাজ্যের সরকার জানিয়েছে, ম্যাগনেসিয়াম কার্বোনেট-যুক্ত ১১ ব্র্যান্ডের পান মশলা উৎপাদন, সংরক্ষণ বা বিতরণ করা যাবে না। ১১ ব্র্যান্ডের পান মশলার মধ্যে নাম রয়েছে পান পরাগ, শিখর, রজনীগন্ধা, দিলরুবা, রজনীবাস, মুসাফির, মধু, বিমল, বাহার, সেহরত ও পান পরাগ প্রিমিয়ামেরও।

রাজ্য সরকার জানিয়েছে, ব্যান সম্পর্কিত কোনও নিয়ম ভঙ্গ করলে তা খাদ্য সুরক্ষা আইন,২০০৬ এর আওতায় পড়বে। ২০১৯-২০ সালে বাজারের মোট ৪১ টি পান মশলার ব্র্যান্ড নিয়ে সমীক্ষা চালিয়েছিল ঝাড়খণ্ড সরকার। তারপরই ম্যাগনেসিয়াম কার্বোনেট-যুক্ত পান মশলাগুলিকে ব্যান করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।

আরও পড়ুন: কেন্দ্রের কাছে বিনামূল্যে টিকা চাইতে অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি বিজয়নের