Job Fraud: চাকরিতে যোগ দিতে গিয়ে মাথায় হাত ইঞ্জিনিয়ারিং ছাত্রের, গায়েব ২০ লক্ষ টাকা

Job Fraud: বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে চাকরির আবেদন করেন প্রার্থীরা। বর্তমানে এমন অনেক অ্যাপ, ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে চাকরি পাওয়া যায়। তবে সেই সব মাধ্যমে নিজের তথ্য দেওয়ার আগে বা চাকরির অফার পেলে পা ফেলতে হবে খুব সতর্কভাবে।

Job Fraud: চাকরিতে যোগ দিতে গিয়ে মাথায় হাত ইঞ্জিনিয়ারিং ছাত্রের, গায়েব ২০ লক্ষ টাকা
প্রতীকী ছবিImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 6:03 AM

অন্ধ্র প্রদেশ: ইঞ্জিনিয়ারিং পাশ করে আর পাঁচজনের মতোই চাকরি খুঁজছিলেন কে হর্ষবর্ধন। পড়াশোনা শেষ করার পর উপযুক্ত চাকরি না পেয়ে বন্ধুর পরামর্শে যুক্ত হয়েছিলেন একটি টেলিগ্রাম গ্রুপে। কিছুদিনের মধ্যে পেয়ে গিয়েছিলেন চাকরিও। চাকরির সুযোগ করে দেওয়ার জন্য টাকা চাওয়া হলে সেই টাকাও দিয়ে দেন তিনি। টাকার অঙ্ক নেহাত কম নয়, ২০ লক্ষ টাকা। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে যেতেই তাজ্জব হয়ে যান তিনি। কোথায় অফিস! কোথায় চাকরি! কেই বা নিল ২০ লক্ষ টাকা?

প্রতিদিন বহু যুবক-যুবতী বিভিন্ন সেক্টরে চাকরির চেষ্টা করে থাকেন। বর্তমানে অফিসে অফিসে গিয়ে সি ভি জমা দেওয়ার দিন শেষ হয়েছে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনে চাকরির আবেদন করেন প্রার্থীরা। বর্তমানে এমন অনেক অ্যাপ, ওয়েবসাইট রয়েছে, যার মাধ্যমে চাকরি পাওয়া যায়। তবে সেই সব মাধ্যমে নিজের তথ্য দেওয়ার আগে বা চাকরির অফার পেলে পা ফেলতে হবে খুব সতর্কভাবে।

কে হর্ষবর্ধন নামে ওই ছাত্রের বাড়ি অন্ধ্র প্রদেশের বিজয়ওয়াড়ায়। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। Developer Professionals নামে একটি টেলিগ্রাম গ্রুপে যোগ দিয়েছিলেন তিনি।

ওই গ্রুপের মাধ্যমে এলটিআই মিনডট্রি লিমিটেড নামে একটি সংস্থার চাকরিতে যোগ দেওয়ার কথা বলা হয় তাঁকে। বদলে চাওয়া হল ২০ লক্ষ টাকা। জুলাই ও অগস্ট মাসে ভাগ ভাগ করে ওই টাকা দিয়ে দেন তিনি। এরপর নির্দিষ্টি দিনে কাজে যোগ দিতে গিয়েই বুঝতে পারেন সবটাই ভুয়ো।

এমন পরিস্থিতিতে পড়তে পারেন যে কেউ, তাই সাবধানে থাকা জরুরি। যে সংস্থায় চাকরির সুযোগ দেওয়া হবে সেই সংস্থা সম্পর্কে ভালভাবে খোঁজ খবর নিতে হবে। তাদের ওয়েবসাইট, যোগাযোগের নম্বর সব জোগাড় করতে হবে। যদি খুব বেশি বেতনের অফার আসে, তাহলে একটু ভাবতে হবে বিষয়টা নিয়ে। এছাড়া নিয়োগপত্র পাওয়ার আগে কখনই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য দেওয়া উচিত নয়।