Crime News: বন্ধুর গলা থেকে ফিনকি দিয়ে বেরচ্ছে রক্ত, চুমুক দিয়ে পান করলেন ব্যক্তি, কারণটা ভয়ঙ্কর

Crime News: প্রকাশ্য় রাস্তায় বন্ধুর গলায় বসালেন কোপ। এক নিমেষে কেটে দিলেন গলার নলি। কিন্তু এরপরও কমেনি রাগ। বন্ধুর গলা থেকে ফিনকি দিয়ে বেরোনো রক্ত পান করলেন ব্যক্তি।

Crime News: বন্ধুর গলা থেকে ফিনকি দিয়ে বেরচ্ছে রক্ত, চুমুক দিয়ে পান করলেন ব্যক্তি, কারণটা ভয়ঙ্কর
বন্ধুকে রাস্তায় ফেলে মারধর করেন অভিযুক্ত।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 26, 2023 | 1:55 PM

বেঙ্গালুরু: নিজেই বাড়িতে এনেছিলেন বন্ধুকে, আলাপ করিয়ে দিয়েছিলেন স্ত্রীর সঙ্গে। কিন্তু কয়েক মাস কাটতেই মনে জাগল সন্দেহ। স্ত্রীর সঙ্গে নিশ্চয়ই অবৈধ সম্পর্ক রয়েছে বন্ধুর। তাঁর অবর্তমানে বাড়িতে স্ত্রীর সঙ্গে দেখা করতে যায় বন্ধু, এমনটাই সন্দেহ জেগেছিল মনে। সেই সন্দেহের বশেই ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ব্যক্তি। প্রকাশ্য় রাস্তায় বন্ধুর গলায় বসালেন কোপ। এক নিমেষে কেটে দিলেন গলার নলি। কিন্তু এরপরও কমেনি রাগ। বন্ধুর গলা থেকে ফিনকি দিয়ে বেরোনো রক্ত পান করেন ব্যক্তি।ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবাল্লাপুরে।

পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের নাম বিজয়। সম্প্রতিই মারেশ নামক এক বন্ধুর উপরে হামলা চালান বিজয়। তাঁর সন্দেহ ছিল, স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বন্ধু মারেশের। সেই সন্দেহের বশেই বন্ধুর উপর চড়াও হন। বচসার মাঝেই হঠাৎ পকেট থেকে ধারাল অস্ত্র বের করে মারেশের গলায় কোপ বসান। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে মারেশ। তাঁর শরীরের উপরে চেপে বসেই অভিযুক্ত বিজয় তাঁর গলা থেকে বেরনো রক্তপান করেন। ওই ভিডিয়ো রেকর্ড করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়। ভিডিয়োটি নজরে আসতেই পুলিশ পদক্ষেপ করে। আহত যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

জেরায় জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিজয়ের সন্দেহ ছিল যে তাঁর স্ত্রীর সঙ্গে বন্ধু মারেশের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। গত ১৯ জুন বিজয় জন নামক এক বন্ধুকে নিয়ে মারেশের সঙ্গে দেখা করতে যান। দুই বন্ধুর বচসা চলাকালীনই হঠাৎ মারেশের গলায় কোপ বসিয়ে দেন বিজয়। পাশে দাঁড়িয়ে জন গোটা ঘটনাটি রেকর্ড করে। পরে রক্তাক্ত অবস্থায় মারেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই যুবক সুস্থ রয়েছে। তাঁর অভিযোগের ভিত্তিতেই  বিজয়কে গ্রেফতার করা হয়।