Kedarnath Yatra: ভারী বৃষ্টির জের, স্থগিত হয়ে গেল কেদারনাথ যাত্রা

Uttarakhand CM: যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য বৃষ্টি-বিধ্বস্ত প্রতিটি জেলার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রাখার ব্যাপারে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ধামি।

Kedarnath Yatra: ভারী বৃষ্টির জের, স্থগিত হয়ে গেল কেদারনাথ যাত্রা
ভারী বৃষ্টির জেরে স্থগিত চার ধাম যাত্রা।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 7:54 PM

রুদ্রপ্রয়াগ: দক্ষিণ থেকে উত্তরে ঢুকে গিয়েছে বর্ষা। আর বর্ষার শুরুতেই ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ থেকে উত্তরাখণ্ড। শনিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তরাখণ্ডের সোনপ্রয়াগ সহ রুদ্রপ্রয়াগ জেলার বিভিন্ন জায়গায়। এদিকে, কেদারনাথ (Kedarnath), বদ্রীনাথ (Badrinath) সহ চার ধাম (Char Dham) যাত্রা চলছে। তাই ঝুঁকি এড়াতে কেদারনাথ যাত্রা (Kedarnath Yatra) স্থগিত করে দিল উত্তরাখণ্ড প্রশাসন। আপাতত রুদ্রপ্রয়াগ থেকে উত্তরাখণ্ড যাত্রা স্থগিত করা হয়েছে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। খবরটি নিশ্চিত করে রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ূর দীক্ষিত জানিয়েছেন, রবিবার থেকে আপাতত কেদারনাথ যাত্রা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত যাত্রা স্থগিত থাকবে।

রুদ্রপ্রয়াগের পাশাপাশি হরিদ্বার, দেরাদুন, উত্তরকাশী-সহ সমগ্র উত্তরাখণ্ডে শনিবার রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রবিবার সকালে সেই কন্ট্রোল রুম পরিদর্শনে যান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি স্বয়ং। কোন জেলায় কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন-কোন জেলা জলমগ্ন হয়েছে, সে ব্যাপারে বিপর্যয় মোকাবিলা বাহিনীর কন্ট্রোল রুম থেকে বিস্তারিত খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেদারনাথ সহ চারধাম যাত্রার পুণ্যার্থীদের সম্পর্কেও খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তীর্থযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হরিদ্বার, পিথোরাগঢ়, চামোলির জেলাশাসকদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি।

অন্যদিকে, যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে প্রস্তুত থাকার জন্য বৃষ্টি-বিধ্বস্ত প্রতিটি জেলার সঙ্গে যোগাযোগ ও সমন্বয় রাখার ব্যাপারে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি নদী সংলগ্ন নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া, ত্রাণ শিবির খোলা এবং দুর্গতদের ত্রাণ দেওয়ার বন্দোবস্ত করার ব্যাপারেও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ধামি।