কেরলের অক্সিজেন আর অন্যদের নয়, মোদীকে চিঠি বিজয়নের
রাজ্যে অক্সিজেনের (Oxygen) চাহিদা উর্ধমুখী। তাই তামিলনাড়ু, কর্ণাটককে অক্সিজেন না দেওয়ার সিদ্ধান্ত নিল কেরল সরকার। এই অপারগতার কথা জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)কে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)।
নয়া দিল্লি: রাজ্যে অক্সিজেনের (Oxygen) চাহিদা উর্ধমুখী। তাই তামিলনাড়ু, কর্ণাটককে অক্সিজেন না দেওয়ার সিদ্ধান্ত নিল কেরল সরকার। এই অপারগতার কথা জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)কে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)।
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বিজয়ন লিখেছেন, তাঁর রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা উর্ধমুখী। এমতাবস্থায় অক্সিজেনের চাহিদাও বাড়ছে। এতদিন তামিলনাড়ু, কর্ণাটককে অক্সিজেন সরবরাহ করে এসেছে কেরল। কিন্তু আর নয়। বর্তমানে কেরলে ২১৯ মেট্রিক টন অক্সিজেন প্রস্তুত করা হচ্ছে। অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় রাজ্যবাসীর জন্য তা কাজে লাগাতে চান কেরলের মুখ্যমন্ত্রী।
প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বিজয়ন আরও লিখেছেন, কেরলে মজুত রাখা অক্সিজেনের পরিমাণও কমে গিয়েছে। আগে ৪৫০ টন অক্সিজেন মজুত ছিল। এখন তা ঠেকেছে মাত্র ৮৬ টনে। ভিন রাজ্যে অক্সিজেন পাঠিয়েই এই অক্সিজেন সঙ্কট তৈরি হয়েছে বলে দাবি কেরলের মুখ্যমন্ত্রীর। এই কারণে কেরল আর প্রতিবেশী রাজ্যগুলিকে অক্সিজেন পাঠাতে পারছে না। কেন্দ্রীয় সরকারের কাছে অক্সিজেন পাঠানো থেকে অব্যাহতি চেয়ে এই চিঠি বলে জানান বিজয়ন।
কেরলে প্রধান অক্সিজেন ইউনিট হল আইনক্স। পলক্করের কোঝিকোড়ে রয়েছে এই অক্সিজেন ইউনিট। সব মিলিয়ে আইনক্সের উৎপাদন শক্তি ১৫০ মেট্রিক টন। আর অন্যান্য ইউনিটগুলি নিয়ে কেরলে দৈনিক ২১৯ মেট্রিক টন পর্যন্ত অক্সিজেন প্রস্তুত হয়।
আরও পড়ুন: ‘কেরলের জন্য উপযুক্ত নয় বিজেপি’, নির্বাচনে জয়ের পরই সাম্প্রদায়িকতার খোঁচা বিজয়নের
এদিকে বিজয়ন রাজ্যের করোনা পরিস্থিতি বলছে, প্রতিদিন কোভিড পজিটিভিটি হার ২৮ শতাংশ। স্বাস্থ্য দফতর আশঙ্কা করছে, খুব তাড়াতাড়ি তা ৩০ শতাংশ ছাড়িয়ে যাবে। কেরলে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ছুঁয়ে যাবে বলে মনে করা হচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে আগেভাগেই কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেলেন বিজয়ন। রাজ্যে অক্সিজেন পরিস্থিতির কথা মাথায় রেখে তামিলনাড়ু, কর্ণাটককে অক্সিজেন পাঠানো থেকে অব্যাহতি চাইলেন তিনি।