Monkeypox: করোনার পর এবার ছড়াচ্ছে মাঙ্কিপক্স? কেরলে বিদেশ ফেরত যাত্রীর শরীরে দেখা দিল উপসর্গ

Monkeypox: স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অসুস্থ ব্যক্তি বিগত কয়েকদিনে যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের মধ্য়ে একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তিনদিন আগে সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফেরার পরই ওই ব্যক্তির শরীরেও মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়।

Monkeypox: করোনার পর এবার ছড়াচ্ছে মাঙ্কিপক্স? কেরলে বিদেশ ফেরত যাত্রীর শরীরে দেখা দিল উপসর্গ
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2022 | 11:39 AM

তিরুবনন্তপুরম: একে তো বাড়ছে করোনা সংক্রমণ, তার উপরে নতুন করে মাঙ্কিপক্স নিয়েও বাড়ল উদ্বেগ। নতুন এই সংক্রামক রোগের উপসর্গ নিয়েই কেরলে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জও জানিয়েছেন, অসুস্থ ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন বলেই মনে করা হচ্ছে। তিনদিন আগে ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে এসেছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁকে চিকিৎসকদের কড়া তত্বাবধানে রাখা হয়েছে।

বুধবারই সম্ভাব্য মাঙ্কিপক্সে আক্রান্তের খোঁজ মেলার বিষয়টি সামনে আসে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেন, “আতঙ্কিত হওয়ার কিছু নেই। অসুস্থ ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য় দফতর পুণের ভাইরোলজি ইন্সটিটিউটে পাঠিয়েছে পরীক্ষার জন্য। বিকেলের মধ্যেই রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিতভাবে বলা যাবে যে ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন কি না।”

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অসুস্থ ব্যক্তি বিগত কয়েকদিনে যাদের সংস্পর্শে এসেছিলেন, তাদের মধ্য়ে একজন মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। তিনদিন আগে সংযুক্ত আরব আমিরশাহি থেকে কেরলে ফেরার পরই ওই ব্যক্তির শরীরেও মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়। বর্তমানে তাঁকে চিকিৎসকদের কড়া নজরদারিতে আইসোলেশনে রাখা হয়েছে। যদি ওই ব্যক্তির রিপোর্ট পজেটিভ আসে, তবে ভারতে এটিই প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের ঘটনা হবে।

উল্লেখ্য, ভারতে এখনও মাঙ্কিপক্স ছড়িয়ে না পড়লেও, বিগত কয়েক মাসেই বিশ্বের ৫১টি দেশের প্রায় ৫ হাজারেরও বেশি মানুষ এই সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন। বিশেষ করে ব্রিটেন, স্পেন ও পর্তুগালে এই ভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ করা গিয়েছে। উদ্বেগ থাকলেও  এখনও ভাইরাস নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

তবে কেন্দ্রের তরফে গত মাসেই মাঙ্কিপক্স নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি জরুরি বৈঠকে জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (National Centre for Disease Control) এবং আইসিএমআর-কে (ICMR) বিশ্বের মাঙ্কিপক্স সংক্রমণ পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ দিয়েছিলেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো  হয়েছিল, বিদেশের মাঙ্কিপক্স সংক্রমণ পরিস্থিতির উপর কড়া নজর রাখতে। যে দেশগুলিতে থেকে সংক্রমণের খবর মিলছে, সেই দেশ থেকে আসা যাত্রীদের উপর নজর রাখা এবং কেউ অসুস্থ হলে, তার নমুনা পরীক্ষার জন্য পুণের ভাইরোলজি সেন্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।