BJP-TDP: লোকসভার আগেই ফের ভোলবদল, ৬ বছর পর আবার NDA-তে ফিরতে পারে চন্দ্রবাবু নাইডুর দল

Lok Sabha Election 2024: সূত্রের খবর, অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনে জোট বাঁধতে চলেছে বিজেপি-টিডিপি। বিগত কয়েক মাস ধরেই এই জোট নিয়ে জল্পনা-আলোচনা চলছে। চন্দ্রবাবু নাইডু এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। জানা গিয়েছে, আজ দিল্লিতে ফের একদফা বৈঠক হবে টিডিপি ও বিজেপির।

BJP-TDP: লোকসভার আগেই ফের ভোলবদল, ৬ বছর পর আবার NDA-তে ফিরতে পারে চন্দ্রবাবু নাইডুর দল
ফাইল চিত্রImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 08, 2024 | 11:56 AM

নয়া দিল্লি: উত্তেজনাপূর্ণ বছর ২০২৪। চলতি বছরেই লোকসভা নির্বাচন রয়েছে। আর নির্বাচনের আগেই ক্ষণে ক্ষমে বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ। পুরনো জোটে ফিরছে অনেক দল। একদিকে যেখানে ওড়িশার শাসক দল বিজেডির ১৫ বছর পর এনডিএ জোটে ফেরার জল্পনা শোনা যাচ্ছে, সেখানেই দক্ষিণেও নতুন জোটের সম্ভাবনা। এনডিএ জোটে সামিল হতে পারে তেলুগু দেশম পার্টি। সূত্রের খবর, বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা বলেছেন তেলুগু দেশম পার্টির সভাপতি এন চন্দ্রবাবু নাইডু। এরপরই জল্পনা, এনডিএ-তে সামিল হতে চলেছে তেলুগু দেশম পার্টি।

সূত্রের খবর, অন্ধ্র প্রদেশ বিধানসভা নির্বাচন ও লোকসভা নির্বাচনে জোট বাঁধতে চলেছে বিজেপি-টিডিপি। বিগত কয়েক মাস ধরেই এই জোট নিয়ে জল্পনা-আলোচনা চলছে। চন্দ্রবাবু নাইডু এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। জানা গিয়েছে, আজ দিল্লিতে ফের একদফা বৈঠক হবে টিডিপি ও বিজেপির। এই বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। এরপরই জোট নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে।

২০১৮ সাল অবধি বিজেপির নেতৃত্বে থাকা ন্যাশনাল ডেমোক্রাটিক অ্যালায়েন্সের গুরুত্বপূর্ণ সঙ্গী ছিল টিডিপি। কিন্তু রাজ্যের আর্থিক সাহায্য পাওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধ লাগায়, জোট ছেড়ে বেরিয়ে যান তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগেই ফের একবার জোট বাধতে আগ্রহী দুই দলই।

প্রসঙ্গত, অন্ধ্র প্রদেশে মোট ২৫টি লোকসভা আসন রয়েছে। সূত্রের খবর, বিজেপি ৮ থেকে ১০টি আসনে লড়তে আগ্রহী। তবে জোট যদি চূড়ান্ত হয়, তবে বিজেপিকে সর্বাধিক ৫ থেকে ৬টি আসন ছাড়া হতে পারে। অভিনেতা পবন কল্যাণের দল জন সেনা পার্টি ৩টি আসন থেকে লড়বে এবং ১৬ থেকে ১৭টি আসনে লড়বে টিডিপি।

সূত্রের খবর, ভাইজ্যাক, বিজয়ওয়াড়া, আরাকু, রাজমপেট, রাজামুন্দ্রি, তিরুপতি আসনে লড়তে চায় কেন্দ্রের শাসক দল। জনসেনা দল মছলিপট্টনম ও বালাশৌরি আসন থেকে প্রার্থী দিতে পারে। আরেকটি কোন আসনে তারা প্রার্থী দেবে, তা এখনও চূড়ান্ত হয়নি। সম্প্রতিই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন পবন কল্যাণ।

নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
নিম্ন-মধ্যবিত্তদের জন্য সুখবর, বাড়তে পারে কর ছাড়ের সীমা!
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
৫২ সপ্তাহের সর্বনিম্ন দাম ছুঁল জিও, টাটা মোটরস! আপনারও কি বিনিয়োগ ছিল?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাজেটে রেলের জন্য কী কী থাকতে পারে নির্মলার সীতারামনের তালিকায়?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
বাঙ্কার খুঁজে পাওয়া নিয়ে কী বললেন বি‌এস‌এফ অফিসার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
হুড়মুড়িয়ে পড়ছে, আর কত নামবে শেয়ার বাজার?
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
মেয়ের মৃত্যুর পর না কেঁদে মিডিয়া সামলাচ্ছেন কীভাবে? প্রশ্ন কুণালের
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
Suvendu :নেতাজীর কথা বলতে গিয়ে কেন বাংলাদেশের প্রসঙ্গ শুভেন্দুর মুখে?
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
কমছে ক্রেডিট-ডিপোজিট অনুপাত, বৃদ্ধি প্রায় নেই এইচডিএফসি ব্যাঙ্কের!
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
'টাকা দিচ্ছে' বিমা সংস্থার স্টক, আপনার পোর্টফোলিওতে আছে কি?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?
দেড় মাসে প্রায় ৩০ শতাংশ পড়েছে জোম্যাটোর শেয়ার, কবে উঠবে?