Delhi: বিয়ের কয়েক ঘণ্টা আগে খুন জিম ট্রেনার, পরের সন্ধায় গ্রেফতার বাবা
Delhi father kills son: পুলিশের দাবি, বাবাই বিয়ের কয়েক ঘণ্টা আগে ছুরি মেরে নৃশংসভাবে হত্যা করেছে ছেলেকে। আচমকা প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে সে এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লিতে। ঘটনায় বিস্মিত নিহতের আত্মীয়রা।
নয়া দিল্লি: বুধবার রাতে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার কয়েক ঘণ্টা আগেই ছুরিকাঘাতে হত্যা করা হয়। মুহূর্তে আনন্দের পরিবেশ বদলে গিয়েছিল শোকে। তার পরের সন্ধ্যাতেই, অর্থাৎ, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করেছে তার বাবাকে। পুলিশের দাবি, বাবাই বিয়ের কয়েক ঘণ্টা আগে চুরি মেরে নৃশংসভাবে হত্যা করেছে ছেলেকে। আচমকা প্রচণ্ড রাগের বশবর্তী হয়ে সে এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে পুলিশ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লিতে। ঘটনায় বিস্মিত নিহতের আত্মীয়রা। বাবা যে ছেলেকে খুন করতে পারে, তা তারা বিশ্বাসই করতে পারছেন না।
শুক্রবার (৮ মার্চ) সকালে দিল্লি পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম গৌরব সিংঘল। ২৯ বছর বয়সী গৌরব, ‘ফিট বক্স’ নামে একটি জিম চালাতেন। বাড়ি ছিল দক্ষিণ দিল্লির দেবলি এক্সটেনশন এলাকায়। বাড়ি থেকেই তাঁর বিয়ে ঠিক করা হয়েছিল। বিয়ে করতে যাওয়ার কয়েক ঘন্টা আগেই হত্যাকাণ্ডটি ঘটেছিল। সেই সময় শোভাযাত্রা করে বিয়েবাড়িতে যাওয়ার তোরজোর শুরু করে দিয়েছিলেন তাঁর আত্মীয়স্বজনরা। এলাকায় উচ্চস্বরে গান বাজছিল। হঠাৎ, তাঁরা খেয়াল করেন, সকলেই আছেন অথচ পাত্র, অর্থাৎ গৌরবই সেখানে নেই। এরপরই খোঁজ শুরু হয় গৌরবের।
আত্মীয়স্বজনরা পাগলের মতো এদিক ওদিক খুঁজতে থাকেন গৌরবকে। অবশেষে তাদের বাড়ির পাশে, রাজু পার্কে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোটা এলাকা রক্তে ভেসে যাচ্ছিল। তার মুখ ও বুক ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাঁকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার আগেই গৌরবের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, গৌরবের মুখ ও বুকে অন্তত ১৫টি ছুরির আঘাতের চিহ্ন ছিল।
দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ, অঙ্কিত চৌহান জানিয়েছেন, গৌরবকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই পুলিশে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে তদন্ত শুরু করে। দেখা যায়, গৌরবের বাবা রঙ্গলাল সিংঘল উধাও। অনেক খুঁজে তাঁকে কোথাও পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, হয়তো সেও আক্রান্ত হয়েছে। কিন্তু, এলাকার সিসিটিভি ক্যামেরাগুলির ফুটেজ দেখে পুলিশ জানতে পারে, ঘটনার পর সে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। এরপরই রঙ্গলাল সিংঘলের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে দক্ষিণ দিল্লির এক জায়গা থেকেই গ্রেফতার করা হয়।
পুলিশের জেরার মুখে রঙ্গলাল ছেলেকে হত্যার কথা স্বীকার করেছে। তাঁর দাবি, গৌরব রোজই তাঁকে অপমান করতেন। ঘটনার দিনও তাঁকে অপমান করেছিলেন। তাতেই অনিয়ন্ত্রিত রাগ হয়েছিল তার, র সেই রাগের বশবর্তী হয়েই ছেলেকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছেন তিনি। এদিকে, রঙ্গলাল গ্রেফতার হওয়ায় তাদের আত্মীয়রা বিস্মিত। রঙ্গলালের গ্রেফতারির আগে তাঁদের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, গৌরবের হত্যার পিছনে বাড়ির কারও কোনও ভূমিকা থাকতেই পারে না। বাবা যে ছেলের বিয়ের কয়েক ঘণ্টা আগে, ছেলেকে হত্যা করতে পারে, তা তারা বিশ্বাসই করতে পারছেন না।