LPG price cut: গ্যাসের দামে ২০০ টাকা ছাড়ের ‘রাখির উপহার’, কী বলছেন দেশের মহিলারা?
LPG price cut: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে এই রাখীর উপহার পেয়ে কী মনে করছেন দেশের মহিলারা? তাঁরা কী সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট? নাকি, এই চড়া মূল্যবৃদ্ধির বাজারে গ্যাস সিলিন্ডারের দাম আরও কমলে ভাল হত বলে মনে করছেন তাঁরা?
নয়া দিল্লি: মঙ্গলবার (২৯ অগস্ট), গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমিয়েছে মোদী মন্ত্রিসভা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতারা বলছেন, রক্ষা বন্ধনের উৎসবকে কেন্দ্র করে দেশের মহিলাদের উপহার দিল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে এই রাখীর উপহার পেয়ে কী মনে করছেন দেশের মহিলারা? তাঁরা কী সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট? নাকি, এই চড়া মূল্যবৃদ্ধির বাজারে গ্যাস সিলিন্ডারের দাম আরও কমলে ভাল হত বলে মনে করছেন তাঁরা?
সংবাদ সংস্থা পিটিআই-কে লখনউয়ের এক মহিলা জানিয়েছেন, “আমাদের জন্য এটা অত্যন্ত স্বস্তির খবর। উৎসবের দিনগুলিতে গ্যাসের ব্যবহার আরও বেড়ে যায়। তাই এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি।” লখনউয়ের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, উচ্চবিত্তের কাছে ২০০ টাকার খুব বেশি মূল্য না থাকলেও, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের কাছে ২০০ টাকার অনেক গুরুত্ব রয়েছে। তাই সরকারের এই সিদ্ধান্তে সকলেরই উপকার হবে।
VIDEO | “It is a big relief for us. Gas consumption increases in the festival season, so it is a welcome step.”
Consumers in Lucknow welcome Centre’s decision to reduce domestic LPG price by Rs 200. #LPGCylinderPrice #LPGcylinder pic.twitter.com/wpSpJ7bU60
— Press Trust of India (@PTI_News) August 29, 2023
ভোটমুখী রাজ্য মধ্য প্রদেশের ভোপালের এক মহিলা বলেছেন, “জনসাধারণের জন্য এটা অত্যন্ত ভাল সিদ্ধান্ত।” তিনি আরও জানিয়েছেন, এটা জনহিতকারী সিদ্ধান্ত। তবে ভবিষ্যতেও সরকার গ্যাসের দামে ভর্তুকি বজায় রাখুক, এটাই চেয়েছেন তিনি। ভোপালের আরেক বাসিন্দা মীনা দীক্ষিত অবশ্য জানিয়েছেন, ১০০০ টাকা দামের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে বিশেষ লাভ নেই। দাম আরও একটু কমলে ভাল হত বলে জানিয়েছেন তিনি। ইন্দোরের মহিলা রীতা মিত্তল আবার, গ্যাসের দাম আরও কমতে পারে বলে আশাবাদী। তিনি বলেছেন, গ্যাসের দাম আজ যদি ২০০ টাকা কমে, তাহলে ভবিষ্যতে ২০০০ টাকাও কমতে পারে।
#WATCH | Women in Madhya Pradesh’s Bhopal welcome the reduction in domestic LPG prices and also demand further reduction in the price of LPG cylinders
“It is a very good decision which is in the interest of the public,” says a woman. pic.twitter.com/9XeVcUbQ9V
— ANI (@ANI) August 29, 2023
কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতার মহিলারাও। সংবাদ সংস্থা এএনআই-কে কলকাতার এক এলপিজি গ্রাহক টুম্পা বিশ্বাস জানিয়েছেন, “এটা খুব ভাল সিদ্ধান্ত। বর্তমানে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় যদি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমে, তাহলে খুবই ভাল হবে।” শতাব্দী দাস বলেছেন, “এই চড়া মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম ২০০ টাকা কম হওয়া মানে খুবই ভাল খবর।”
#WATCH | Women from West Bengal’s Kolkata on price reduction of cooking gas by Rs 200 per cylinder
“This is a very good decision, if there will be Rs 200 reduction in the prices of cylinders, then it will be very good, because running a household is difficult” pic.twitter.com/8EsuutMyQ4
— ANI (@ANI) August 29, 2023
অসমের মহিলারা জানিয়েছেন, গ্যাসের সিলিন্ডারের দাম কমায় তাঁরা খুব খুশি। কারণ সিলিন্ডারের দাম বাড়লে, আরও অনেক পণ্যের দাম বাড়ে। মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম ২০০ টাকা কমাটা খুব ভাল খবর। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা।
#WATCH | Women from Assam’s Guwahati on price reduction of cooking gas by Rs 200 per cylinder
“We feel happy that the price of the LPG cylinder has been reduced by Rs 200…” pic.twitter.com/5qwEDkfS3p
— ANI (@ANI) August 29, 2023
#WATCH | “If we can save Rs 200 in the kitchen, then women definitely will see in a positive way, because somewhere our load is getting reduced…”, says a resident of Ranchi, on price reduction in domestic LPG gas cylinders pic.twitter.com/5oGYtzOsoI
— ANI (@ANI) August 29, 2023
বিহারের এক মহিলা জানিয়েছেন, রান্নাঘরের খরচ এক ধাক্কায় ২০০ টাকা কমে গেলে সব মহিলারই ভাল লাগে। এর ফলে তাদের বোঝা কিছুটা হলেও কম হবে। এর জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, মহিলাদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য নিরন্তর চিন্তা করেন প্রধানমন্ত্রী। কারণ তিনি জানেন, দেশের উন্নয়নের জন্য মহিলাদের যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।