LPG price cut: গ্যাসের দামে ২০০ টাকা ছাড়ের ‘রাখির উপহার’, কী বলছেন দেশের মহিলারা?

LPG price cut: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে এই রাখীর উপহার পেয়ে কী মনে করছেন দেশের মহিলারা? তাঁরা কী সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট? নাকি, এই চড়া মূল্যবৃদ্ধির বাজারে গ্যাস সিলিন্ডারের দাম আরও কমলে ভাল হত বলে মনে করছেন তাঁরা?

LPG price cut: গ্যাসের দামে ২০০ টাকা ছাড়ের 'রাখির উপহার', কী বলছেন দেশের মহিলারা?
গ্যাসের দাম কমায় খুশি মহিলারাImage Credit source: PTI and ANI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2023 | 8:57 PM

নয়া দিল্লি: মঙ্গলবার (২৯ অগস্ট), গৃহস্থালীর এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমিয়েছে মোদী মন্ত্রিসভা। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতারা বলছেন, রক্ষা বন্ধনের উৎসবকে কেন্দ্র করে দেশের মহিলাদের উপহার দিল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে এই রাখীর উপহার পেয়ে কী মনে করছেন দেশের মহিলারা? তাঁরা কী সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট? নাকি, এই চড়া মূল্যবৃদ্ধির বাজারে গ্যাস সিলিন্ডারের দাম আরও কমলে ভাল হত বলে মনে করছেন তাঁরা?

সংবাদ সংস্থা পিটিআই-কে লখনউয়ের এক মহিলা জানিয়েছেন, “আমাদের জন্য এটা অত্যন্ত স্বস্তির খবর। উৎসবের দিনগুলিতে গ্যাসের ব্যবহার আরও বেড়ে যায়। তাই এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি।” লখনউয়ের অন্যান্য বাসিন্দারা জানিয়েছেন, উচ্চবিত্তের কাছে ২০০ টাকার খুব বেশি মূল্য না থাকলেও, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের কাছে ২০০ টাকার অনেক গুরুত্ব রয়েছে। তাই সরকারের এই সিদ্ধান্তে সকলেরই উপকার হবে।

ভোটমুখী রাজ্য মধ্য প্রদেশের ভোপালের এক মহিলা বলেছেন, “জনসাধারণের জন্য এটা অত্যন্ত ভাল সিদ্ধান্ত।” তিনি আরও জানিয়েছেন, এটা জনহিতকারী সিদ্ধান্ত। তবে ভবিষ্যতেও সরকার গ্যাসের দামে ভর্তুকি বজায় রাখুক, এটাই চেয়েছেন তিনি। ভোপালের আরেক বাসিন্দা মীনা দীক্ষিত অবশ্য জানিয়েছেন, ১০০০ টাকা দামের সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়ে বিশেষ লাভ নেই। দাম আরও একটু কমলে ভাল হত বলে জানিয়েছেন তিনি। ইন্দোরের মহিলা রীতা মিত্তল আবার, গ্যাসের দাম আরও কমতে পারে বলে আশাবাদী। তিনি বলেছেন, গ্যাসের দাম আজ যদি ২০০ টাকা কমে, তাহলে ভবিষ্যতে ২০০০ টাকাও কমতে পারে।

কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলকাতার মহিলারাও। সংবাদ সংস্থা এএনআই-কে কলকাতার এক এলপিজি গ্রাহক টুম্পা বিশ্বাস জানিয়েছেন, “এটা খুব ভাল সিদ্ধান্ত। বর্তমানে সংসার চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় যদি সিলিন্ডারের দাম ২০০ টাকা করে কমে, তাহলে খুবই ভাল হবে।” শতাব্দী দাস বলেছেন, “এই চড়া মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম ২০০ টাকা কম হওয়া মানে খুবই ভাল খবর।”

অসমের মহিলারা জানিয়েছেন, গ্যাসের সিলিন্ডারের দাম কমায় তাঁরা খুব খুশি। কারণ সিলিন্ডারের দাম বাড়লে, আরও অনেক পণ্যের দাম বাড়ে। মূল্যবৃদ্ধির বাজারে গ্যাসের দাম ২০০ টাকা কমাটা খুব ভাল খবর। এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ দিয়েছেন তাঁরা।

বিহারের এক মহিলা জানিয়েছেন, রান্নাঘরের খরচ এক ধাক্কায় ২০০ টাকা কমে গেলে সব মহিলারই ভাল লাগে। এর ফলে তাদের বোঝা কিছুটা হলেও কম হবে। এর জন্য তিনি প্রধানমন্ত্রী মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, মহিলাদের মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখার জন্য নিরন্তর চিন্তা করেন প্রধানমন্ত্রী। কারণ তিনি জানেন, দেশের উন্নয়নের জন্য মহিলাদের যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।