Eknath Shinde: অযোধ্যার রামমন্দিরে শিণ্ডে, সঙ্গী ফড়নবীশ-সহ সাংসদ-বিধায়করা

Ayodhya: রাম মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তিনি। তার আগে অযোধ্যায় একটি রোড শো করেন তিনি। শিণ্ডেকে ঘিরে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে অযোধ্যায়।

Eknath Shinde: অযোধ্যার রামমন্দিরে শিণ্ডে, সঙ্গী ফড়নবীশ-সহ সাংসদ-বিধায়করা
অযোধ্যায় রোড শো শিণ্ডে, ফড়নবীশের।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2023 | 2:46 PM

অযোধ্যা: অযোধ্যার রাম মন্দিরে গিয়ে পুজো দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। তাঁর সঙ্গে রয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও। রাম মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন তিনি। তার আগে অযোধ্যায় একটি রোড শো করেন তিনি। শিণ্ডেকে ঘিরে যথেষ্ট উচ্ছ্বাস রয়েছে অযোধ্যায়। শিণ্ডে ভক্ত যাঁরা নিজেদের শিব সৈনিক হিসাবে পরিতয় দেন তাঁরা শিণ্ডের রামমন্দির দর্শন উপলক্ষ্যে ভিড় জমিয়েছেন অযোধ্যায়। রবিবার অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় সরযূতে নদীতে হওয়া সন্ধ্যারতিতেও উপস্থিত থাকবেন। রাম কথা হেলিপ্যাডে নেমে মন্দিরে যান শিণ্ডে। সেখানে মহা আরতির সময় উপস্থিত খাকবেন তিনি।

অযোধ্যা যাত্রা নিয়ে শিণ্ডে নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, “ভগবান রামের দর্শন পেতে অযোধ্যায় যাচ্ছি। রামের আশীর্বাদ আমাদের সঙ্গে সব সময় আছে। তাই শিবসেনার তীর-ধনুক প্রতীক আমাদের সঙ্গে রয়েছে।” শিণ্ডের এই সফর উলপক্ষে প্রচুর শিব সৈনিক ভিড় জমিয়েছেন অযোধ্যায়। এর জেরে অযোধ্যায় প্রায় সমস্ত হোটেল, ধর্মশালা বুক হয়ে গিয়েছে। শিবসেনার সাংসদ ও বিধায়করাও গিয়েছেন সেখানে।

গত বছর জুন মাসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এটাই শিণ্ডের প্রথম রাম মন্দির সফর। এর আগে ২০১৮ সালের ২৫ নভেম্বর অযোধ্যায় গিয়েছিলেন শিবসেনা নেতা। ২০২০ সালের মার্চেও অযোধ্যায় গিয়েছিলেন তিনি। অযোধ্যায় রাম মন্দির পরিদর্শন করে নিজের খুশির কথা জানিয়েছেন শিণ্ডে। শিবসেনার প্রতিষ্ঠাতা বাল মন্দির রাম মন্দির তৈরি হওয়া দেখলে খুশি হতেন বলেও দাবি একনাথের। পরে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গেও বৈঠক করবেন তিনি।