Eknath Shinde: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন? সোমেই বড় সিদ্ধান্তের কথা জানালেন শিন্ডে

Eknath Shinde: এদিন শিন্ডে বলেন, নির্বাচনী প্রচারের ধকলের পর সাতারায় নিজের গ্রামে বিশ্রামের জন্য এসেছেন। এখন তিনি ভাল রয়েছেন। আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন একদিনও বিশ্রাম নেননি বলে জানালেন।

Eknath Shinde: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন? সোমেই বড় সিদ্ধান্তের কথা জানালেন শিন্ডে
একনাথ শিন্ডে
Follow Us:
| Updated on: Dec 01, 2024 | 10:37 PM

মুম্বই: নির্বাচনের ফলাফল বেরিয়েছে দিন সাতেক আগে। মহাযুতি পেয়েছে দু’শোর বেশি আসন। কিন্তু, এখনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি বিজেপি নেতৃত্বাধীন জোট। মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে জল্পনা চলছে। এরই মাঝে রবিবার মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে বড় বার্তা দিলেন একনাথ শিন্ডে। তার সেই বার্তার পরই জল্পনা শুরু হয়েছে, মুখ্যমন্ত্রিত্ব নিয়ে কি জট কেটেছে মহাযুতি শিবিরের?

মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে কী বললেন একনাথ শিন্ডে?

তাঁর গ্রামে যাওয়া নিয়ে নানা জল্পনার উত্তর দিতে গিয়ে এদিন শিন্ডে বলেন, নির্বাচনী প্রচারের ধকলের পর সাতারায় নিজের গ্রামে বিশ্রামের জন্য এসেছেন। এখন তিনি ভাল রয়েছেন। আড়াই বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন একদিনও বিশ্রাম নেননি বলে জানালেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে তাঁর নিঃশর্ত সমর্থন রয়েছে জানিয়ে শিন্ডে বলেন, তাঁর নেতৃত্বে মহারাষ্ট্র সরকারের আড়াই বছরের কাজ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এরপরই মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা নিয়ে শিন্ডে বলেন, “মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন, তা সোমবার (২ ডিসেম্বর) ঠিক হবে।” রাজনীতির কারবারিরা বলছেন, শিন্ডের মন্তব্যে স্পষ্ট যে সোমবার নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে। এর আগে গতকাল মহারাষ্ট্রে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেছিলেন, আগামী ৫ ডিসেম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে। আর আজাদ ময়দানে সেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন দেখার, আগামিকাল নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয় কি না।