Maharastra: চোরকে তাড়া করার সময় হৃদ রোগে আক্রান্ত, অবসরের ১৮ মাস আগেই নিহত পুলিশ কর্মী

police, Maharashtra, স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার ভোর ৪ টের সময় লক্ষ্মী কলোনি এলাকায় ঘটে এই ঘটনাটি। লাটুরের স্থানীয় অপরাধ দমনের সঙ্গে যুক্ত থাকা পাঠান নিজের সহকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন। সেই সময়ে তারা দেখেন এক ব্যক্তি একটি বাড়িতে চুরি করার চেষ্টা করছেন।

Maharastra: চোরকে তাড়া করার সময় হৃদ রোগে আক্রান্ত, অবসরের ১৮ মাস আগেই নিহত পুলিশ কর্মী
মালদায় প্রতারিত তৃণমূল নেতা (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 09, 2021 | 7:37 PM

মহারাষ্ট্র: চোর পুলিশকে তাড়া করছে, হিন্দি সিনেমার দৌলতে এই দৃশ্যের সঙ্গে আমরা সকলেই পরিচিত। হিন্দি ছবির নিয়মে এই ধরনের ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রে জেতে পুলিশই। কিন্তু বাস্তবটা অনেকটা বেশি কঠিন। মহারাষ্ট্রে ঘটে যাওয়া এই ধরনের একটি ঘটনাতে হার হল পুলিশের। ঘটনাটি শেষমেশ মর্মান্তিক পরিনতি নিল। এক চোরকে তাড়া করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক প্রবীণ পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম আহমেদ খান পাঠান। তিনি মহারাষ্ট্রের (Maharastra) লাটুরের (Latur) বাসিন্দা। সোমবার পুলিশি টহলদারির সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে মৃত পাঠানের বয়য় ৫৬ বছর। তাঁর চাকরি জীবনে মাত্র ১৮ মাস বাকি ছিল। তাঁর এই আকস্মিক মৃত্যুর ঘটনায় মহারাষ্ট্র পুলিশ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার ভোর ৪ টের সময় লক্ষ্মী কলোনি এলাকায় ঘটে এই ঘটনাটি। লাটুরের স্থানীয় অপরাধ দমনের সঙ্গে যুক্ত থাকা পাঠান নিজের সহকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে টহল দিচ্ছিলেন। সেই সময়ে তারা দেখেন এক ব্যক্তি একটি বাড়িতে চুরি করার চেষ্টা করছেন। এরপরেই পুলিশ দেখে পালাতে শুরু করে ওই ব্যক্তি। পাঠান ও তাঁর সঙ্গে থাকা পুলিশ কর্মীরা তৎক্ষনাত ওই চোরকে তাড়া করে। কিন্তু চোর পালিয়ে যায়।

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, “চোর পালিয়ে যাওয়ার পরেই পাঠান সিদ্ধান্ত নেন তিনি পুলিশের গাড়ি নিয়ে পলাতক চোরের পিছনে যাবেন। এরপর পাঠান যখন পুলিশের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময়েই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। তখনই তাঁর মৃত্যু হয়।” জানা গিয়েছে পাঠানের পরিবারে তাঁর স্ত্রী, তিন ছেলে, ছেলেদের স্ত্রী ও নাতি নাতনিরা রয়েছেন।

আরও পড়ুন Punjab Congress: পঞ্জাব কংগ্রেসে ‘বিগ বস’ সিধুই, ইস্তফা দিলেন চন্নির পছন্দের অ্যাডভোকেট জেনারেল

আরও পড়ুন Delhi High Court: “হঠাৎ করে হেঁটে এসে কেউ যদি রাস্তায় বসে পড়ে হকারি শুরু করে, তবে বুঝতে জঙ্গল রাজ শুরু হতে চলেছে,” রাস্তার বিক্রেতাদের নিয়ে নির্দিষ্ট পরিকল্পনার পক্ষে সায় দিল্লি হাইকোর্টের