Maharastra minister on Kangana: মহাত্মা গান্ধীকে নিয়ে মন্তব্যের জের, কঙ্গনাকে ‘নাচনেওয়ালি’ বলে কটাক্ষ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী
Kangana Ranaut সূত্রপাতটা হয়েছিল মঙ্গলবার। সেদিন কঙ্গনা বলেছিলেন, "নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) ও ভগৎ সিং (Bhagat Singh) গান্ধীজির থেকে কোনও সমর্থন পাননি। অহিংসার মাধ্যমে স্বাধীনতা আদায়ের বিষয়টি আদতে ভুয়ো ছিল।
মুম্বই: সম্প্রতি দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রীতে (Padmashree) ভূষিত হয়েছেন তিনি। তাঁর পর থেকেই নানা কারণে সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছেন তিনি। তিনি কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। এবার কঙ্গনাকে তীব্র কটাক্ষ করলেন মহারাষ্ট্রের মন্ত্রী (Maharashtra Minister) তথা কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার (Vijay Wadettiwar)। নাম উল্লেখ না করে বলিউড অভিনেত্রীকে ‘নাচনেওয়ালি’ বলে কটাক্ষ করেছেন তিনি। মঙ্গলবারই জাতির জনক মহাত্মা গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই কঙ্গনার উদ্দেশে ধেয়ে আসে মহারাষ্ট্রের মন্ত্রীর আক্রমণ। বিজয় বলেন, “কোনও নাচনেওয়ালি যদি গান্ধীজিকে নিয়ে কোনও মন্তব্য করে, তবে তার কোনও উত্তর দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে আমি মনে করি না।”
বিজয় ওয়াদেত্তিওয়ার আরও বলেন,”আপনি যদি সূর্যের দিকে লক্ষ্য করে থুতু ফেলেন তবে তা আপনার মুখে এসেই পড়বে। কোথায় মহাত্মা গান্ধী আর কোথায় কঙ্গনা রানাওয়াত। ১০ জনের মধ্যে ৯ জন ব্যক্তি ওঁর ব্যাপারে বাজে কথা বলেন। আমার মনে হয়না তাঁকে নিয়ে কথা বলার কোনও প্রয়োজন আছে।”
সূত্রপাতটা হয়েছিল মঙ্গলবার। সেদিন কঙ্গনা বলেছিলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) ও ভগৎ সিং (Bhagat Singh) গান্ধীজির থেকে কোনও সমর্থন পাননি। অহিংসার মাধ্যমে স্বাধীনতা আদায়ের বিষয়টি আদতে ভুয়ো ছিল। সেটা আসলে স্বাধীনতার নামে ভিক্ষা।” এই ‘ভিক্ষা’ শব্দটি নিয়েই বিতর্ক দেখা দেয়। কয়েকদিন আগেও তাঁর ব্যবহার করা এই ‘ভিক্ষা’ শব্দটি নিয়ে আরেকবার বিতর্ক দেখা দিয়ছিল। তিনি বলেছিলেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ক্ষমতায় আসার পর থেকেই দেশে প্রকৃত স্বাধীনতা এসেছে। এর আগে পাওয়া স্বাধীনতা আদতে ভিক্ষা।”
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi) নিশানা করেছিলেন কঙ্গনা। কদিন আগেই তিনি বলেছিলেন ‘নিজের নায়ক নির্বাচনের আগে সতর্ক থাকা প্রয়োজনীয়।’ তিনি আরও বলেছিলেন নেতাজিকে ব্রিটিশদের হাতে তুলে দিতে রাজি হয়েছিলেন মহাত্মা গান্ধী। কঙ্গনা জানিয়েছিলেন, ব্রিটিশ বিচারপতির সঙ্গে আলোচনায় গান্ধীজি, জওহরলাল নেহেরু ও মহম্মদ আলি জিন্নাহ একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁরা নেতাজিকে ব্রিটিশদের হাতে তুলে দেবে। তিনি বলেন,”হয় আপনি নেতাজির ভক্ত নয় গান্ধীজির ভক্ত। একসঙ্গে দুজনের ভক্ত হওয়া সম্ভব নয়।”
আরও পড়ুন Ridhima Ghosh: আজ সেলিব্রেট করার কথা ছিল ঋদ্ধিমার, কিন্তু মনখারাপে কাটছে অভিনেত্রীর
আরও পড়ুন Kabul New Governor: কাবুলের নয়া গভর্নর হচ্ছেন ভারতীয় দূতাবাসে হামলাকারীই, ঘোষণা তালিব সরকারের