Maharashtra bridge collapses: মহারাষ্ট্র-গোয়া হাইওয়ের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ফ্লাইওভার, দেখুন বিপর্যয়ের সেই মুহূর্ত
Maharashtra bridge collapses: সোমবার (১৬ অক্টোবর) বিকেলে প্রথমে ফ্লাইওভারটির একটি ভিত ধসে যায়। এর কিছুক্ষণ পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফ্লাইওভারটির একটি বড় অংশ। ফ্লাইওভারটি তৈরিতে একটি বড় আকারের ক্রেন ব্যবহার করা হচ্ছিল। সেতুর অংশটি ওই ক্রেনটির উপরই ভেঙে পড়ে।
মুম্বই: মহারাষ্ট্রে মুম্বই-গোয়া হাইওয়েতে ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ ফ্লাইওভার। মহারাষ্ট্রের চিপলুনে ৪ লেনের মহারাষ্ট্র-গোয়া হাইওয়ের উপর এই ফ্লাইওভারটি তৈরি করা হচ্ছিল। সূত্রের খবর, সোমবার (১৬ অক্টোবর) বিকেলে প্রথমে ফ্লাইওভারটির একটি ভিত ধসে যায়। এর কিছুক্ষণ পরই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ফ্লাইওভারটির একটি বড় অংশ। ফ্লাইওভারটি তৈরিতে একটি বড় আকারের ক্রেন ব্যবহার করা হচ্ছিল। সেতুর অংশটি ওই ক্রেনটির উপরই ভেঙে পড়ে। ফলে ওই ক্রেনটিও ভেঙে যায়। এথনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
#WATCH | Maharashtra | A pillar at the under-construction site of Mumbai-Goa four-lane highway collapsed today morning in Chiplun. Soon after, a portion of the flyover also collapsed, damaging a crane machine that was being used at the site. No injuries or casualties were… pic.twitter.com/m5iVsXCPhi
— ANI (@ANI) October 16, 2023
ঠিক কী কারণে নির্মীয়মাণ সেতুটির ওই অংশ ভেঙে পড়ল, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলের কাছের এক সিসিটিভি ক্যামেরায়, ফ্লাইওভারটি ভেঙে পড়ার মুহূর্তটি বন্দি হয়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে ওই ভিডিয়ো ফুটেজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, সেতুটির দুটি ভিতের মাঝের একটি অংশ ধীরে ধীরে নীচে ঝুলে যায়, তারপর ভেঙে পড়ে। এরপর অন্যদিকের আরও একটি অংশ ভেঙে পড়ে। সেই সময় ফ্লাইওভারের উপর নির্মাণের কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ছিল। সেতুটি ভেঙে পড়ায়, সেগুলিও হুড়মুড়িয়ে নীচে পড়ে যায়। সিসিটিভির টাইমস্ট্যাম্প অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটের কিছু পরে।