Ahmednagar Renamed: বদলে গেল ঔরঙ্গজেবের স্মৃতি বিজাড়িত আহমেদনগরের নাম, নতুন নাম কী হল?
Maharashtra: পুণে থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত আহমেদনগরের নামকরণ করা হয়েছিল ১৫ শতাব্দীর শাসক আহমেদ নিজ়াম শাহের নাম থেকে। জানা যায়, জীবনের শেষলগ্নে মুঘল বাদশা আলমগীর ঔরঙ্গজেব দিল্লি ছেড়ে আহমেদনগরে এসে বসবাস শুরু করেন।
মুম্বই: বদলে যাচ্ছে আস্ত একটি জেলার নাম। পশ্চিম মহারাষ্ট্রের আহমেদনগর (Ahmednagar) জেলার নাম পরিবর্তন করা হচ্ছে। ১৮ শতাব্দীতে ইন্দোরের রানি ছিলেন অহল্যাদেবী হোলকার (Ahilya Devi Holkar)। তাঁর নামেই এই জেলার নামান্তর করা হচ্ছে। বুধবার মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde) এই ঘোষণা করেন। এবার থেকে আহমেদনগর পরিচিত হবে অহল্যাদেবী হোলকর নগর (Ahilya Devi Holkar Nagar) হিসাবে।
বুধবার অহল্যাদেবী হোলকারের ২৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আহমেদনগরের চৌন্ডিতে একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সঙ্গে ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও। সেখানেই তিনি ঘোষণা করেন যে জেলার বাসিন্দাদের দাবি মেনে আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যাদেবী হোলকর নগর করা হচ্ছে। এর আগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও মুখ্য়মন্ত্রী একনাথ শিন্ডেকে আহমেদনগরের নাম পরিবর্তন করে অহল্যানগর করার অনুরোধ জানিয়েছিলেন।
উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসও মুখ্য়মন্ত্রীর কথার সূত্র ধরেই বলেন, “যদি অহল্যাদেবী হোলকার না থাকতেন, তবে কাশী বিশ্বনাথ মন্দির থাকত না।”
পুণে থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত আহমেদনগরের নামকরণ করা হয়েছিল ১৫ শতাব্দীর শাসক আহমেদ নিজ়াম শাহের নাম থেকে। জানা যায়, জীবনের শেষলগ্নে মুঘল বাদশা আলমগীর ঔরঙ্গজেব দিল্লি ছেড়ে আহমেদনগরে এসে বসবাস শুরু করেন। ছত্রপতি শিবাজির বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়েছিলেন এখান থেকেই। ১৭০৭ দশকে আহমেদনগরে প্রয়াত হন ঔরঙ্গাজেব। এই জেলাতেই তাঁর সমাধি রয়েছে।
উল্লেখ্য়, এর আগে একনাথ শিন্ডের সরকার ঔরঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে ছত্রপতি সম্বাজীনগর এবং ওসমানাবাদের নাম পরিবর্তন করে ধারাশিব নামকরণ করা হয়।