Mahua Moitra in Delhi High Court: হীরানন্দানির সঙ্গে কি কোনও ‘ডিল’ হয়েছিল মহুয়ার? জানতে চাইলেন বিচারপতি
Mahua Moitra in Delhi High Court: আইনজীবীরা এথিক্স কমিটির রিপোর্টের কথা উল্লেখ করেন এদিন, যার ভিত্তিতে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে। বিচারপতি সেই রিপোর্টের অংশ জানতে চেয়েছেন। মামলার রায়দান স্থগিত রাখা হয়েছ।
নয়া দিল্লি: সদ্য সাংসদ পদ খারিজ হয়েছে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের। তাঁর করা একটি মামলায় বিচারপতি জানতে চাইলেন ব্যবসায়ী দর্শন হীরানন্দানির সঙ্গে নেত্রীর কোনও ডিল হয়েছিল কি না। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহদরাইয়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন মহুয়া। বুধবার দিল্লি হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। নিশিকান্ত দুবের করা অভিযোগের ভিত্তিতেই প্রথম মহুয়াকে ঘিরে শুরু হয় বিতর্ক। অন্যদিকে, প্রাক্তন প্রেমিক অনন্ত দেহদরাইও দাবি করেন, এই অভিযোগ সত্যি।
বিচারপতি সচিন দত্ত এদিন জানতে চান, ব্যবসায়ী দর্শন হীরানন্দানির সঙ্গে মহুয়া মৈত্রের কোনও বোঝাপড়া হয়েছিল কি না। নিশিকান্ত দুবের আইনজীবী সঞ্জয় ঘোষ ও দেহদরাইয়ের আইনজীবী অভিমন্যু ভাণ্ডারী দিল্লি হাইকোর্টে জানিয়েছেন, মহুয়া মৈত্রের সঙ্গে চুক্তি হয়েছিল হীরানন্দানির, ব্যবসায়ীর কাছ থেকে উপহারও পেয়েছিলেন তৃণমূল নেত্রী। ব্যবসার স্বার্থে মহুয়াকে লোকসভায় বিশেষ প্রশ্ন করতে বলেছিলেন হীরানন্দানি, এমনটাই দাবি আইনজীবীদের।
একইসঙ্গে আইনজীবীরা এথিক্স কমিটির রিপোর্টের কথা উল্লেখ করেন এদিন, যার ভিত্তিতে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়ে গিয়েছে। বিচারপতি সেই রিপোর্টের অংশ জানতে চেয়েছেন। মামলার রায়দান স্থগিত রাখা হয়েছ।