Rahul Gandhi: ‘আমার ভিডিয়ো আমার ফোনেই…’, ‘ভেঙানো’ নিয়ে আক্রমণাত্বক রাহুল
Rahul Gandhi's first reaction on Jagdeep Dhankhar row: । ইতিমধ্যেই এই প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করেছেন শ্রীরামপুরের সাংসদ। এবার তাঁর কাহিনি শোনালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও। এই বিতর্কের বিষয়ে প্রথম প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ।
নয়া দিল্লি: সংসদের বাইরে রাজ্য সভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে ভেঙিয়ে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করেছিলেন রাহুল গান্ধী, এমনই অভিযোগ করেছেন ধনখড়। ইতিমধ্যেই এই প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করেছেন শ্রীরামপুরের সাংসদ। এবার তাঁর কাহিনি শোনালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও। এই বিতর্কের বিষয়ে প্রথম প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ। তাঁর অভিযোগ, প্রায় ১৫০ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সংবাদমাধ্যম তা নিয়ে আলোচনা না করে, কল্যাণ-কাণ্ড নিয়েই ব্যস্ত।
রাহুল গান্ধীর দাবি, তিনি কল্যাণের নয়, সেখানে ধর্নারত সাংসদদের ভিডিয়ো তুলছিলেন তিনি। দেশের মূল সমস্যাগুলি নিয়ে আলোচনার বদলে, সংবাদমাধ্যম মিমিক্রি নিয়ে আলোচনা করে মানুষকে বুিভ্রান্ত করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। রাহুল বলেন, “সাংসদরা সেখানে বলেছিলেন। আমি তাদের ভিডিয়ো তুলছিলাম। আমার ভিডিয়ো আমার ফোনেই রয়েছে। সংবাদমাধ্যম এটা দেখিয়েছে। কিন্তু আমাদের দেড়শোর কাছাকাছি সাংসদকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়েছে। তা নিয়ে কেউ কিছু বলে না। এই নিয়ে সংবাদমাধ্যমে কোনও আলোচনা নেই। আদানি নিয়ে কোনও আলোচনা নেই, রাফাল নিয়ে কোনও আলোচনা নেই, বেকারত্ব নিয়ে কোনও আলোচনা নেই। আমাদের সাংসদরা নিরাশ হয়ে বাইরে বসে আছেন। কিন্তু আপনারা মিমিক্রি নিয়ে আলোচনা করে যাচ্ছেন।”
মঙ্গলবার, নয়া সংসদ ভবনের মকর দ্বারে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে ভেঙাতে দেখা যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সামনে দাঁড়িয়ে সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করছিলেন রাহুল গান্ধী। পরে, ঘটনাটি রাজ্যসভায় উল্লেখ করে ধনখড় বলেন, দুই সাংসদ রাজ্যসভার চেয়ারম্যান পদের অপমান করেছেন। বুধবার, উপরাষ্ট্রপতি ধনখড়ের প্রতি সংহতি প্রদর্শনে, দশ মিনিটের জন্য নিরবতা পালন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী-সহ বিজেপি সাংসদরা।