আজ গড়করীর মুখোমুখি মমতা, দেখা করবেন জাভেদ-শাবানার সঙ্গেও
Mamata Banerjee in Delhi: প্রশাসনিক থেকে রাজনৈতিক স্তরে বৈঠক করবেন মমতা। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই বৈঠক বলে রাজনৈতিক মহলের অনুমান।
নয়া দিল্লি: সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক সেরেছেন ইতিমধ্যেই। এ বার ডিএমকে নেত্রী কানিমোঝির সঙ্গে দেখা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতির গড়করীর সঙ্গে দেখা করবেন তিনি। মমতার দিল্লি সফরে মূলত দুটি ভাগ রয়েছে। একদিকে মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখা করছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে। অন্যদিকে, বিরোধী জোটের বার্তা নিয়ে করছেন একের পর এক বৈঠক। তবে আজ, বৃহস্পতিবার তাঁর কর্মসূচিতে উল্লেখযোগ্য বিষয় হল জাভেদ আখতার ও শাবানা আজমির সঙ্গে বৈঠক। শিল্পীদের সঙ্গে মমতার এই বৈঠকের কোনও বিশেষ তাৎপর্য আছে কিনা, সেই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
এ দিন দুপুর ২ টো থেকে নীতিন গড়করীর সঙ্গে বৈঠক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, রাজ্যের কিছু দাবি-দাওয়া নিয়ে এ দিন বৈঠকে বসছেন মমতা। এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করে রাজ্যবাসীর দাবির কথা তুলে ধরেন। অনুমান করা হচ্ছে, রাজ্যের সড়ক সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে কথা হতে পারে তাঁদের। এ দিনই বিকেল ৪ টের সময় ডিএমকে নেত্রী কানিমোঝির সঙ্গে দেখা করবেন তিনি। গতকালই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন মমতা। আজ কানিমোঝির সঙ্গে বৈঠক করে মমতা বিরোধী জোটের বার্তা আরও জোরালো করবেন বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বিশিষ্ট শিল্পী জাভেদ আখতার ও শাবানা আজমির সঙ্গেও দেখা করবেন মমতা। তবে ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে বৈঠক হবে, তা স্পষ্ট নয়। মমতার এই সফর যে ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তা স্পষ্ট। তাই রাজনৈতিক মহল মনে করছে, শিল্পী বা বুদ্ধিজীবী মহলকে পাশে রাখতে চাইছেন মমতা। উল্লেখ্য, ২০১১-এ রাজ্যে সরকার পরিবর্তনের সময় বড় ভূমিকা নিয়েছিলেন বুদ্ধিজীবীরা। সব মিলিয়ে রাজনৈতিক, প্রশাসনিক মহলের সঙ্গে বিনোদন জগতেও মমতার বিচরণ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আরও পড়ুন: আজ প্রকাশিত দ্বিতীয় কিস্তি! ঘাসফুলের মুখপত্রে অজন্তার লেখনীতে কি উঠে এল মমতার নাম?