Marine Drive: রাতে মেরিন ড্রাইভে ঘুরতে লাগল ঘুষ, পরে যা জানতে পারলেন ব্যক্তি
Marine Drive: রাত ২ টোর সময় মেরিন ড্রাইভে বসেছিলেন ব্যক্তি। দিতে হল ২,৫০০ টাকা।
মুম্বই: রাতের মুম্বইয়ে মেরিন ড্রাইভে (Marine Drive) বসে শান্ত-নিরিবিলি পরিবেশ উপভোগ করতে কে না চান। তবে সেই সময় যদি কোনও অযাচিত ব্যক্তি সেই সুখভোগে বাধ সাধেন তখন বিরক্তি সকলেরই হয়। শুধু বাধা দেওয়াই নয়। মেরিন ড্রাইভে রাত ২ টোর সময় বসে থাকার জন্য নাকি দিতে হল আড়াই হাজার টাকাও। এমনই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক ব্যক্তি। তিনি দাবি করেছেন, তিনি রাত ২ টোর সময় মেরিন ড্রাইভে বসেছিলেন। সেই সময় মুম্বই পুলিশের এক আধিকারিক তাঁ থেকে ২,৫০০ টাকা ঘুষ চেয়েছেন বলে দাবি করেছেন তিনি।
সেই টাকা আধিকারিক ইউপিআই-র মাধ্যমে নিয়েছেন। সেই লেনদেনের স্ক্রিনশট টুইটারে শেয়ার করে ঘটনার বিবরণ দিয়েছেন ওই ব্যক্তি। তাঁর সেই টুইট নজরে এসেছে মুম্বই পুলিশের। সেই টুইটে মুম্বই পুলিশ জবাব দিয়েছে, “মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে এই নামের কোনও পুলিশ কনস্টেবল নেই। যদিও আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমাদের তদন্ত শেষ হলে আপনাকে জানাব।”
এই UPI পেমেন্টের স্ক্রিনশট শেয়ার করার পরই সেই টুইটে অনেক ব্যবহারকারী নিজেদের মতামত ব্যক্ত করেছেন। আবার অনেকে জিজ্ঞাসা করেছেন পুলিশ আধিকারিকের এই পদক্ষেপ যুক্তিযুক্ত কি না। একজন আবার লিখেছেন একই রকম ঘটনা তাঁদের সঙ্গেও হয়েছে। আবার একজন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর অভি ও নিয়ু লিখেছেন, “প্রথমত এই ধরনের নিষেধাজ্ঞার পিছনের কারণটাই কখনও বুঝলাম না।” আরেকজন লিখেছেন, “আমার সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। কিন্তু ঘুষ দিতে অস্বীকার করায় আমাকে হুমকি দেওয়া হয়েছিল। যখন তাঁরা জানতে পারেন যে আমি একজন আইনজীবী, তারা আমার সঙ্গে একটু নরমভাবে কথা বলেন এবং আমাকে ঘুরে বেড়ানোর পরামর্শ দেয় যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আমাকে ওই এলাকা থেকে বের করে দেওয়া হয়নি।”