Video: বাসে মহিলা যাত্রীকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ, ধরা পড়তেই অঝোরে কান্না ব্যক্তির

Video: বাসে মহিলা যাত্রীকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে। ধরা পড়তেই কান্না ব্যক্তির।

Video: বাসে মহিলা যাত্রীকে গোপনাঙ্গ দেখানোর অভিযোগ, ধরা পড়তেই অঝোরে কান্না ব্যক্তির
গ্রাফিক্স: অভীক দেবনাথ
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 8:16 PM

নয়া দিল্লি: বাসে এক মহিলা যাত্রীর সামনে নিজের গোপনাঙ্গ দেখানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে এই কাণ্ড করে রেহাই পায়নি সেই ব্যক্তি। মহিলার সঙ্গে এরকম অশ্লীলতা করতেই নজরে আসে দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের মার্শালের। দিল্লির ডিটিসি বাসে এই ঘটনা ঘটেছে। এই অভব্য আচরণের জন্য মার্শালের হাতে ধরা পড়তেই অঝোরে কান্না শুরু ওই ব্যক্তির। এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক টুইটার ব্যবহারকারী। আর ইতিমধ্যেই তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দিল্লির ডিটিসি বাসে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, বাসের এক মহিলা যাত্রী অভিযোগ করছেন ওই ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে। তারপর মার্শালের হাতে ধরে পড়ে ব্যক্তি। আর ধরা পড়তেই কাঁদতে শুরু করে সে। ওই যাত্রী বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ভিডিয়োতে মার্শালকে বলতে শোনা গিয়েছে, এই ঘটনার বিষয়ে তিনি পুলিশকে জানিয়েছেন। এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

তবে দিল্লির বাসে এরকম ঘটনা নতুন নয়। গত বছরও একইরকম ঘটনার খবর মিলেছিল। মধ্য প্রদেশের ইনদওরের এক মন্দিরের ভিতরে এক মহিলাকে নিজের গোপনাঙ্গ দেখানোর জন্য এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে গত বছর কর্নাটকের মসজিদে এক মহিলাকে গোপনাঙ্গ দেখানোর জন্য ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। প্রসঙ্গত, সম্প্রতি নিউইয়র্ক থেকে দিল্লিগামী এক বিমানে ৭০ বছরের এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করেন মদ্যপ ব্যক্তি। তা নিয়ে হইচই পড়ে গিয়েছে। তাঁর বিমানযাত্রায় ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। সেই ঘটনার প্রকাশ্যে আসার পর দিল্লির বাসে এই ধরনের অশালীন ব্যবহার প্রকাশ্যে এল।