CCTV Footage: রাজধানীর রাস্তায় দিনের আলোতে ছিনতাই, দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লির সীলামপুর এলাকায় ঘটেছে এই ঘটনা। ডাকাতির পাশাপাশি এক ব্যক্তিকে নিগ্রহ করার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে।

CCTV Footage: রাজধানীর রাস্তায় দিনের আলোতে ছিনতাই, দৃশ্য ধরা পড়ল সিসিটিভিতে
ঘটনার দৃশ্য।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 5:31 PM

নয়াদিল্লি: দিনের আলোয় রাজধানীর রাস্তায় ঘটল ছিনতাইয়ের ঘটনা। গোটা ঘটনা ধরা পড়েছে রাস্তার ধারে থাকা সিসিটিভি ক্যামেরায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের নাম নাজিম (২৩) ও শারাফত (২৪)। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লির সীলামপুর এলাকায় ঘটেছে এই ঘটনা। ডাকাতির পাশাপাশি এক ব্যক্তিকে নিগ্রহ করার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। রবিন্দর সিং নামে ১৮ বছরের এক কিশোরকে নিগ্রহ করে দুই অভিযুক্ত। তার পর তাঁর কাছে যা ছিনতাই করে নেওয়া হয়। ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

ছিনতাইয়ের ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। সিসিটিভির সেই ফুটেজে দেখা গিয়েছে, এক কিশোরকে পিছন থেকে এসে জড়িয়ে ধরলেন এক অভিযুক্ত। ওই কিশোরে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করলেন। কিন্তু পারলেন না। অভিযুক্ত তাঁকে চেপে ধরে মাটিতে ফেলে দিলেন। মাটিতে ফেলেও তাঁকে চেপে ধরে রেখেছন এক অভিযুক্ত। অপর অভিযুক্ত তখন পাশ থেকে এলেন। এর পর ওই কিশোরের সঙ্গে থাকা জিনিসপত্র বের করে নিলেন। তার পর দুই অভিযুক্ত মিলে বেশ কয়েক বার আঘাত করলেন ওই কিশোরকে। তার পর রাস্তার পাশে ড্রেনের মধ্যে ফেলে দিলেন এবং অভিযুক্তরা দৌড়ে পালিয়ে গেলেন। নিগৃহীত এই কিশোর সেখানেই পড়ে রইলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনা নিয়ে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে সীলামপুর থানায়। নাজিম নামের অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও চুরি ও ডাকাতির মামলা রয়েছে। সম্প্রতি তামিলনাড়ুর ত্রিচিতেও ৫৩ বছর বয়সি এক মহিলা ছিনতাইকারীদের আক্রমণের শিকার হয়েছিলেন।