Odisha News: ভাত রাঁধেনি বউ, রাগে স্ত্রীকে গলা টিপে মারল স্বামী
Killing Over Not Cooking Rice: শুধু তরকারি রান্না করেছিল বউ। ভাত রাঁধেনি। এই নিয়ে স্বামী-স্ত্রী-র বচসা। তারপর রাগের মাথায় শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করল স্বামী।
সম্বলপুর: কথায় আছে ভাতে মাছে বাঙালি। ভাত ছাড়া বাঙালির চলে না। এদিকে বাংলার পড়শি রাজ্য, ওড়িশাতেও ভাত খাওয়ার ভালই চল রয়েছে। কিন্তু ভাতের জন্য স্ত্রীকে খুন! এই ঘটনা হয়তো কল্পনাতীত। কল্পনাতে জায়গা না পেলেও বাস্তবে এমনটাই ঘটল ওড়িশার সম্বলপুরে। স্ত্রী শুধু তরকারি রান্না করেছিল। ভাত রাঁধেনি বলে তেলে বেগুনে জ্বলে ওঠেন স্বামী। তারপর নিজের স্ত্রীকেই খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
৪০ বছর বয়সী সনাতন ধারুরা। তাঁর স্ত্রী ৩৫ বছরের পুষ্পা ধারুরা। তাঁদের দুই সন্তান রয়েছে। এক ছেলে ও এক মেয়ে। চারজনের ছোটো সংসার। সম্বলপুর জেলার জামানকিরা পুলিশ স্টেশনের নুয়াধি গ্রামে বসবাস তাঁদের। রবিবার মেয়ে কুচিন্দায় লোকের বাড়িতে কাজ করতে গিয়েছিল। আর ছেলে গিয়েছিল বন্ধুর বাড়িতে রাত কাটাতে। বাড়িতে কেবলমাত্র ছিলেন পুষ্পা।
এদিকে রাতে বাড়ি ফেরেন সনাতন। এসে খেতে গিয়ে দেখেন স্ত্রী শুধু তরকারি রান্না করেছেন। ভাত রাঁধেননি। এই নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। তারপর তা হাতাহাতিতে পৌঁছে যায়। রাগের মাথায় শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে সনাতন। ছেলে বাড়ি ফিরতেই দেখে মায়ের নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে। তারপর সে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সনাতনকে আটক করে পুলিশ।