Selfie with Lion: সিংহের সঙ্গে সেলফি তুলতে খাঁচায় ঢোকেন ব্যক্তি, তারপর…

Tirupati Zoo: আজও অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে বাঘ, সিংহের সঙ্গে ছবি তুলতে উন্মুখ হয়ে থাকেন। এবার এরকমই এক কাণ্ড ঘটাল অন্ধ্র প্রদেশের তিরুপতি চিড়িয়াখানায়। সিংহের সঙ্গে সেলফি তুলতে গিয়ে খাঁচায় ঢুকে পড়লেন এক ব্যক্তি। তাঁর সিংহের সঙ্গে সেলফি তোলার শখ ছিল।

Selfie with Lion: সিংহের সঙ্গে সেলফি তুলতে খাঁচায় ঢোকেন ব্যক্তি, তারপর...
প্রতীকী ছবি।Image Credit source: pixabay
Follow Us:
| Updated on: Feb 15, 2024 | 9:16 PM

হায়দরাবাদ: বাঘ, সিংহকে নিয়ে আজও কৌতূহলের অন্ত নেই। আজও অনেকে প্রাণের ঝুঁকি নিয়ে বাঘ, সিংহের সঙ্গে ছবি তুলতে উন্মুখ হয়ে থাকেন। এবার এরকমই এক কাণ্ড ঘটাল অন্ধ্র প্রদেশের তিরুপতি চিড়িয়াখানায়। সিংহের সঙ্গে সেলফি তুলতে গিয়ে খাঁচায় ঢুকে পড়লেন এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি। খাঁচা থেকে বেরোল ব্যক্তির রক্তাক্ত দেহ।

পুলিশ জানায়, সিংহের খাঁচায় ঢুকে মৃত ব্যক্তির নাম প্রহ্লাদ গুর্জ্জর (৩৮)। রাজস্থানের আলোয়ারের বাসিন্দা প্রহ্লাদ একাকী শ্রী বেঙ্কটেশ্বর চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন। তাঁর সিংহের সঙ্গে সেলফি তোলার শখ ছিল। যদিও তিনি খাঁচায় ঢোকার চেষ্টা করলে সেখানকার কেয়ারটেকার বাধা দেন। কিন্তু, তারপরেও ক্ষান্ত হননি প্রহ্লাদ। কেয়ারটেকারের নজর এড়িয়ে প্রায় ২৫ ফুট উঁচু কাঁটা তারের বেড়া টপকে সিংহের খাঁচার ভিতর ঢোকেন তিনি। পরে ওই খাঁচার ভিতর থেকে প্রহ্লাদ গুর্জ্জরের দলা পাকানো রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রহ্লাদ গুর্জ্জরের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং নেশার জেরেই তিনি সিংহের খাঁচার ভিতর ঢোকেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ। গোটা ঘটনায় একটি মামলাও দায়ের করেছে। অন্যদিকে, ঘাতক সিংহটিকে অন্য খাঁচায় সরানো হয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।