Death falling from Terrace: মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা… ধরা পড়ার ভয় পেতেই ঘটল অঘটন
fell from terrace: কাজ সেরে বাড়ি ফেরার আগে তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
হায়দরাবাদ: মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক যুবক। বাড়ির ছাদেই চলছিল প্রেমালাপ। হঠাৎ তাঁদের সন্দেহ হয় বাবা আসছেন। ধরা পড়ে যাওয়ার ভয়েই ঘটে গেল বিপদ। লুকোতে গিয়ে ছাদ থেকে সোজা নীচে পড়ে যান যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় প্রেমিকা ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে, প্রেমিকার পরিবারের দাবি, এটা নিছকই দুর্ঘটনা। যুবকের পরিবার প্রশ্ন তুলেছে, ঘটনার কথা জানাতে কেন তাঁদের দেরি হল?
হায়দরাবাদের বোরাবান্দা এলাকায় বাড়ি ওই যুবকের প্রেমিকার। কাজ সেরে বাড়ি ফেরার আগে তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। তিন তলা বাড়ির ছাদে দাঁড়িয়ে ওই যুবক কথাও বলেন প্রেমিকার সঙ্গে। তবে এভাবে যে বিপদ ঘটতে পারে, তেমন আশঙ্কাও তাঁদের ছিল না।
২০ বছরের ওই যুবকের নাম মহম্মদব শোয়েব। তিনি একটি বেকারিতে কর্মরত ছিলেন। তাঁর বাবা মহম্মদ শওকত আলি থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, প্রতিদিন কাজ সেরে বাড়ি ফিরতে তাঁর ছেলের ১ টা বাজত। সেদিন ১ টা বেজে গেলেও বাড়ি না ফেরায় তাঁরা চিন্তা করছিলেন। ঘটনার অন্তত এক ঘণ্টা পরে তাঁরা খবর পেয়েছেন বলে জানিয়েছেন মৃত যুবকের বাবা।
যখন বাবা ও ভাই ওই যুবককে হাসপাতালে নিয়ে যান, তখন প্রায় ভোর। কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।