Mann Ki Baat: দেশের ঝুলিতে একের পর এক সাফল্য, ‘মন কি বাত’-এ আনন্দ ভাগ করে নেবেন নমো

Mann Ki Baat: আজ, এই অনুষ্ঠানের ৯১ তম এপিসোড সম্প্রচারিত হবে। সম্প্রতিই তিনি দেশবাসীর কাছে এই অনুষ্ঠানে কী কী বিষয় নিয়ে আলোচনা করা যায়, সে বিষয়ে পরামর্শ চেয়েছিলেন।

Mann Ki Baat: দেশের ঝুলিতে একের পর এক সাফল্য, 'মন কি বাত'-এ আনন্দ ভাগ করে নেবেন নমো
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2022 | 6:59 AM

নয়া দিল্লি: আজ, রবিবার মন কি বাত রেডিয়ো অনুষ্ঠানে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১১টা থেকে শুরু হবে এই রেডিয়ো সম্প্রচার। প্রতি মাসেরই শেষ রবিবারে দেশবাসীর উদ্দেশে কথা বলেন প্রধানমন্ত্রী। আজ, এই অনুষ্ঠানের ৯১ তম এপিসোড সম্প্রচারিত হবে। সম্প্রতিই তিনি দেশবাসীর কাছে এই অনুষ্ঠানে কী কী বিষয় নিয়ে আলোচনা করা যায়, সে বিষয়ে পরামর্শ চেয়েছিলেন।

প্রতি মাসেই মন কি বাত নামক রেডিয়ো অনুষ্ঠানে বিভিন্ন প্রসাঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলে ধরেন দেশের বিভিন্ন প্রান্তের নানা প্রতিভা ও তাদের অনন্য কাহিনী। এবারের অনুষ্ঠানেও তার ব্যতিক্রম হবে না। দুই সপ্তাহ আগেই প্রধানমন্ত্রী দেশবাসীর কাছ থেকে মন কি বাত অনুষ্ঠানে কী কী বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। এই প্রসঙ্গে তিনি টুইট করে বলেছিলেন, “এই মাসের মন কি বাত অনুষ্ঠানে কী বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত, তা নিয়ে আপনাদের কোনও মতামত বা পরামর্শ আছে? আমি আপনাদের পরামর্শ শোনার অপেক্ষায় রইলাম নিজেদের মতামত MyGov বা NaMo  অ্যাপে ভাগ করে নিন। অথবা ১৮০০-১১-৭৮০০ এই নম্বরেও আপনার বার্তা রেকর্ড করে পাঠাতে পারেন।”

শনিবারও মন কি বাত অনুষ্ঠানের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি আপনাদের সকলকে এই মাসের মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ৩১ জুলাই সকাল ১১টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। একইসঙ্গে আমি গত মাসের অনুষ্ঠানের বেশ কিছু আকর্ষণীয় আলোচ্য বিষয়ও, যেমন মহাকাশে ভারতের সাফল্য, ক্রীড়া জগতে সাফল্য, রথযাত্রা ইত্যাদি ভাগ করে নিচ্ছি।”