New Army Chief : দেশের পরবর্তী সেনা প্রধান মনোজ পান্ডে, বড় ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের

এপ্রিলের ৩০ তারিখে ২৮ মাসের কাজের মেয়াদ শেষ হচ্ছে বর্তমান সেনা প্রধান মনোজ মুকন্দ নারাভানের। তাঁর জায়গাতেই নয়া দায়িত্ব নিতে চলেছেন মনোজ পান্ডে।

New Army Chief : দেশের পরবর্তী সেনা প্রধান মনোজ পান্ডে, বড় ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের
নতুন সেনা প্রধানের দায়িত্বে মনোজ পান্ডে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2022 | 8:03 PM

নয়া দিল্লি : ভারতীয় সেনার ভাইস চিফ লেফট্যানেন্ট জেনারেল মনোজ পান্ডে (Lieutenant General Manoj Pandey) পেলেন দেশের সেনা প্রধানের দায়িত্ব। যা নিয়েই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে সাউথ ব্লকের (South Block) অন্দরে। সোমবারই তাঁর কাঁধে এই নয়া দায়িত্ব তুলে দেওয়া হয় নয়া দিল্লির তরফে। তবে আগামী ১ মে থেকে সরকারি ভাবে দায়িত্ব গ্রহণ করবেন এই বরিষ্ঠ সেনানি। প্রসঙ্গত, এপ্রিলের ৩০ তারিখে ২৮ মাসের কাজের মেয়াদ শেষ হচ্ছে বর্তমান সেনা প্রধান মনোজ মুকন্দ নারাভানের (Manoj Mukand Naravane)। এবার তাঁরই উত্তরসূরি হিসাবে সেনা প্রধান হিসাবে মনোজ পান্ডেকে বেছে নিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। তবে নতুন দায়িত্ব গ্রহণের পাশাপাশি সেনা প্রধান হিসাবে নয়া রেকর্ড তৈরি করে ফেলেছেন তিনি। এই প্রথম সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কোনও সেনানি এত বড় দায়িত্ব নিতে চলেছেন।

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির এই প্রাক্তনী ১৯৮২ সালে ভারতীয় সেনায় ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করেন। জম্মু-কাশ্মীরের পাল্লানওয়াল সেক্টরে সেনার অপারেশন পরাক্রমের সময়ে রীতিমতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ওই সময় সেনার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কমান্ডের দায়িত্বে ছিলেন তিনি। একইসঙ্গে সামলেছেন ইস্টার্ন কম্যান্ডের দায়িত্বও। একইসঙ্গে অতীতে তাঁর কাঁধে ছিল আন্দামান নিকোবরের কম্যান্ডর-ইন-চিফের দায়িত্বও। সামলেছেন লাদাখে মাউন্টেন ডিভিশনের দায়িত্ব। এবার তিনিই বসতে চলেছেন একেবারে সেনার শীর্ষপদে।

এদিকে পূর্ব লাদাখে সীমান্ত বিবাদের জেরে গত বছর থেকেই চিনের সঙ্গে ক্রমশ সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। এমনকী দফায় দফায় তৈরি হয়েছে যুদ্ধ সম্ভাবনাও। সেই সময় ভারতে সেনা প্রধানের দায়িত্বে ছিলেন নারাভানে। কূটনৈতিক স্তরে বেজিংয়ের সঙ্গে আলাপ-আলোচনার ক্ষেত্রে বড় ভূমিকা রাখেন তিনিও। এখনও পুরোপুরি প্রশমিত হয়নি উত্তেজনা। অন্যদিকে গত কয়েক বছরে কাশ্মীর ইস্যুতেও পাকিস্তানের সঙ্গে অনেকটাই সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন সেনা প্রধান এই সমস্যাগুলিকে কোন রাস্তায় মোকাবিলা করেন এখন সেটাও দেখার।