Aviation Industry : একদিনে ৪ লক্ষের বেশি যাত্রীকে পরিষেবা, করোনা সঙ্কট শুরুর পর প্রথমবার ফের নয়া মাইলফলক উড়ান শিল্পে
মন্দা কাটছে বিমান পরিবহন শিল্পে। ঘুরে দাঁড়াচ্ছে প্রতিটা সংস্থা। ফের একদিনে ৪ লক্ষের বেশি যাত্রী পরিবহনে তৈরি হয়ে গেল নতুন রেকর্ড।
নয়া দিল্লি : ২০২০ সালে মার্চে করোনা ঝড় (Coronavirus in India) আছড়ে পড়ার পর দেশের বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি বড় ধাক্কা লাগে উড়ান পরিষেবাতেও (civil aviation Service)। প্রায় দেড় বছরের কাছাকাছি সময় ধরে বন্ধ ছিল সমস্ত ধরনের উড়ান। যার জেরে তীব্র সঙ্কটে পড়েছিল সমস্ত বিমান সংস্থা। কিন্তু মন্দা কাটিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে দেশীয় অর্থনীতি। পুনরায় ডানা মেলতে শুরু করেছে সরকারি-বেসরকারি সমস্ত সংস্থার বিমান। এরই মাঝে এবার এবার নতুন মাইল ফলক ছুঁয়ে ফেলল দেশের উড়ান পরিবহন শিল্প। অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের তথ্য বলছে রবিবার প্রথমবার ৪ লক্ষের বেশি যাত্রী বিমান পরিবহনকে তাদের যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করেছেন গোটা দেশে। ২ হাজার ৮৩৮টি বিমানে ৪ লক্ষ ৭ হাজার ৯৭৫ জন যাত্রীকে পরিষেবা দিয়ে নতুন মাইলস্টোন তৈরি করে ফেলেছে দেশের বিমান সংস্থাগুলি।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তথ্য এও বলছে মাত্র এক সপ্তাহ আগে অন্তর্দেশীয় যাত্রীদের যাতায়তের পরিমাণ গত এক বছরের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেড়ে যায়। বর্তামানে তা ছুঁয়ে ফেলেছে ৯৫.৫ শতাংশের গণ্ডি। প্রসঙ্গত, গত দু’বছরে করোনাকালীন সঙ্কটের মাঝে বিমান জ্বালানির দামে লাগামছাড়া বৃদ্ধি, বিশ্বব্যাপী রাজনৈতিক সঙ্কট সহ একাধিক কারণে বিমান পরিষেবা বড়সড় ধাক্কা খায়। এই মন্দা কাটিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোয় উড়ান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কাছে যে বড় চ্যালেঞ্জ ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তথ্য জানাচ্ছে ফেব্রুয়ারিতে অন্তর্দেশীয় বিমান পরিষেবা ব্যবহার করেন ৭.৭ মিলিয়ন মানুষ। সেখানে মার্চে এই সংখ্যা দাঁড়ায় ৭.৮ মিলিয়ন। গত বছরের একই সময়ের থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি পায় মোট যাতায়তের পরিমাণ।
এই বছর মার্চে গড়ে প্রতিদিন ২ হাজার ৫৮৮টি বিমান উড়ান পরিষেবা দেয়। সেখানে এক বছর আগে একই সময়ে এই সংখ্যা দাঁড়ায় ২ হাজার ৩০৮টি। অন্যদিকে এবছরের ফেব্রুয়ারিতে এই সংখ্যা দাঁড়ায় ২০২৩। সেখানে এই বছরে মার্চে প্রতিদিনের প্রতি ফ্লাইটে গড়ে ১৩২ জন যাত্রী যাতায়াত করেন। সেখানে ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ১৩২। অন্যদিকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে সমস্ত বিমান সংস্থার মধ্যে স্পাইস জেট (Spice Jet), এয়ার ইন্ডিয়া (Air India), ইন্ডিগো (Indigo), গো ফার্স্ট, এয়ার এশিয়া ইন্ডিয়া সবথেকে বেশি এগিয়ে রয়েছে। তবে বিমান পরিবহন সংস্থার এই পুনরুদ্ধান দেশের ভেঙে পড়া অর্থনীতিতে নতুন করে অক্সিজেন জোগাবে বলেই মত ওয়াকিবহাল মহলের।
আরও পড়ুন- সন্ত্রাসবাদীদের ‘বন্ধু’ কংগ্রেস, রাহুল-সনিয়াদের ‘অল-আউট’ আক্রমণে নাড্ডা