Massive Fire at Delhi: রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন
আগুনের তীব্রতা এতটাই যে, গুদামের ছাদ, দেওয়াল ধসে পড়ে। রবিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন।
নয়া দিল্লি: ছুটির দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজধানীতে (Delhi)। উত্তর দিল্লির আলিপুর এলাকায় একটি রাসায়নিক গুদামে (Chemical godown) ভয়াবহ আগুন লাগে। আগুনের তীব্রতা এতটাই যে, গুদামের ছাদ, দেওয়াল ধসে পড়ে। রবিবার দুপুরে এই অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন। যদিও দমকল বাহিনী পৌঁছনোর পর ৩ ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুর সওয়া ৩টে নাগাদ আলিপুর এলাকায় রাসায়নিকের একটি গুদাম থেকে আগুন বেরোতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে গুদামের ভি়তর থেকে আগুনের লেলিহান শিখা বেরোতে দেখেন। তারপর তাঁরাই দমকলে খবর দেন। আগুনের তীব্রতা প্রচণ্ড থাকায় পরপর দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সন্ধ্যা ৬টায় পাওয়া খবর পর্যন্ত, আগুন নেভানোর কাজ চলছে।
দমকল বাহিনীর এক আধিকারিক জানান, গুদামের ভিতরে প্রচুর দাহ্য পদার্থ ছিল। রাসায়নিক ভর্তি অনেকগুলি জার ছিল। তার ফলে গুদামের ভিতর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় রাসায়নিক ভর্তি জার বিস্ফোরণের জোরাল শব্দ শোনা গিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কী থেকে গুদামে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল আধিকারিক জানিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুদাম সংলগ্ন এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী।
প্রসঙ্গত, গত ১৫ জুনও এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছিল রাজধানী। সেদিন দিল্লির মুখার্জি নগর এলাকায় এক বহুতলে কোচিং সেন্টারে আগুন লাগে। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিয়োয় দেখা যায়, আগুনের হাত থেকে প্রাণ বাঁচাতে অনেক পড়ুয়াকে জানালা থেকে ঝাঁপ দিতেও দেখা গিয়েছে।