ফের শপিং মলে আগুন, গলগল করে বেরচ্ছে কালো ধোঁয়া, ফাঁকা করা হচ্ছে মল
Shopping Mall Fire: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, গলগল করে ধোঁয়া বের হচ্ছে শপিং মলের ভিতর থেকে। নাকে রুমাল-কাপড় চেপে বেরিয়ে আসছেন মলের ভিতরে থাকা লোকজন। দমকল কর্মীদেরও সাহায্য করতে দেখা যায়। মাস্ক পরে শপিং মলে ঢোকেন দমকলের কর্মীরা।
নয়ডা: ক’দিন আগেই আগুন লেগেছিল কলকাতার এক নামকরা শপিং মলে। কালো ধোঁয়ায় ভরে গিয়েছিল শপিং মল। সেই আতঙ্কই আবার ফিরল। এবার আগুন লাগল লজিক্স মলে।
আজ, শুক্রবার সকালে আগুন লাগে শপিং মলের একটি জামা কাপড়ের শোরুমে। নিমেষে কালো ধোঁয়ায় ভরে যায় গোটা মল। শপিং মলে আসা লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। শপিং মলের মধ্যেই হুড়োহুড়ি পড়ে যায়। বর্তমানে দমকলের ৮টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।
#Watch Fire breaks out at Logix Mall, Wave City Centre, #Noida. Several fire tenders at the spot. @noidapolice pic.twitter.com/s8ZfmqG8r4
— Sanjay Jha (@JhaSanjay07) July 5, 2024
প্রাথমিক সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ নয়ডার লজিক্স মলে আগুন লাগে। একটি জামাকাপড়ের শোরুমেই আগুন লেগেছে বলে খবর। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে। এদিকে, আগুন লাগার খবর পেতেই দমকলের ৫টি ইঞ্জিন ছুটে আসে। খালি করা হয় শপিং মল।
A huge fire broke out in Noida’s Logix Mall, visitors got scared, video went viral @cfonoida @fireserviceup@noidapolice #noidafire pic.twitter.com/FHG3q3vrTs
— Jyoti Karki (@Jyoti_karki_) July 5, 2024
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, গলগল করে ধোঁয়া বের হচ্ছে শপিং মলের ভিতর থেকে। নাকে রুমাল-কাপড় চেপে বেরিয়ে আসছেন মলের ভিতরে থাকা লোকজন। দমকল কর্মীদেরও সাহায্য করতে দেখা যায়। মাস্ক পরে শপিং মলে ঢোকেন দমকলের কর্মীরা।
এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।