Factory Fire: হাত-পা থেকে ঝুলছে চামড়া, সেই অবস্থাতেই ছুট! রাবার কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে গেলেন ৪৫ শ্রমিক
Haryana Factory Fire: পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কারখানায় রাবারের বেল্ট তৈরি হত। অগ্নিকাণ্ডে সেই সময় কারখানায় উপস্থিত অধিকাংশ শ্রমিকই জখম হয়েছেন। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও অজানা।
সোনিপত: আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার রাবার কারখানা। আগুনে ঝলসে গেলেন কারখানার কমপক্ষে ৪০ থেকে ৪৫ জন শ্রমিক। কয়েকজন গুরুতর জখম, তাদের অবস্থা সঙ্কটজনক।
মঙ্গলবার বিকেলে হরিয়ানার সোনিপতের রাই ইন্ডাস্ট্রিয়াল এলাকায় একটি রাবার কারখানায় আগুন লাগে। নিমেষেই বিধ্বংসী আগুন গোটা কারখানায় ছড়িয়ে পড়ে। সেই সময়ে কারখানায় ৫০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকাণ্ডে অধিকাংশই জখম হন। কংপক্ষে ৪০ থেকে ৪৫ জন ঝলসে গিয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে ৫ জন গুরুতর জখম। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁরা।
#WATCH | Haryana: Fire broke out at a rubber belt-making factory in Rai Industrial Area of Sonipat today. Burn injuries reported. The injured were rushed to a hospital. Firefighting operations are underway. Fire Department personnel and Police official present at the spot. More… pic.twitter.com/az1912bphg
— ANI (@ANI) May 28, 2024
পুলিশের তরফে জানানো হয়েছে, ওই কারখানায় রাবারের বেল্ট তৈরি হত। অগ্নিকাণ্ডে সেই সময় কারখানায় উপস্থিত অধিকাংশ শ্রমিকই জখম হয়েছেন। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও অজানা। প্রাথমিক তদন্তে অনুমান, কারখানার কোনও একটি বয়লার ফেটেই এই বিপত্তি ঘটেছে। তাপপ্রবাহ ও অত্যাধিক গরমের কারণে একাধিক জায়গাতেই এই ধরনের ঘটনা ঘটছে।