MEA Canada travel advisory: ‘কানাডায় যেতে সাবধান’, নাগরিক ও ছাত্রদের বিদেশ মন্ত্রকের সতর্কবার্তা

MEA Canada travel advisory: কানাডায় নাগরিক খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার জন্য ভারত সরকারকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপরই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেচনা চরমে পৌঁছেছে। সেই প্রেক্ষাপটেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই উপদেশ জারি করা হল। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরেও প্রায় একই ধরনের পরামর্শ জারি করা হয়েছিল।

MEA Canada travel advisory: 'কানাডায় যেতে সাবধান', নাগরিক ও ছাত্রদের বিদেশ মন্ত্রকের সতর্কবার্তা
ক্রমে দূরত্ব বাড়ছে কানাডা-ভারতের? (ফাইল ছবি)Image Credit source: AFP
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 4:31 PM

নয়া দিল্লি: নয়া মোড় নিল ভারত-কানাডা কূটনৈতিক দ্বন্দ্ব। বুধবার (২০ সেপ্টেম্বর) কানাডার কিছু অংশে ভ্রমণের না করার বিষয়ে নাগরিকদের সতর্ক করল ভারত সরকার। ‘কানাডায় ভারত-বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রশ্রয়ে ঘটে চলা ঘৃণামূলক অপরাধ এবং হিংসা’ প্রেক্ষিতে সেই দেশে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ছাত্রদের জন্য বিশেষ পরামর্শ জারি করেছে বিদেশ মন্ত্রক। তাদের অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। কানাডায় নাগরিক খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার জন্য ভারত সরকারকে দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তারপরই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেচনা চরমে পৌঁছেছে। সেই প্রেক্ষাপটেই বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই উপদেশ জারি করা হল। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরেও প্রায় একই ধরনের পরামর্শ জারি করা হয়েছিল।

বিদেশ মন্ত্রকের এদিনের বিবৃতিতে কানাডার সাম্প্রতিক খালিস্তানি হুমকি এবং হিংসার ঘটনাগুলির উল্লেখ করা হয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, “কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রশ্রয়ে ঘটে চলা ঘৃণামূলক অপরাধ এবং হিংসার পরিপ্রেক্ষিতে, সেখানকার সমস্ত ভারতীয় নাগরিকদের এবং যারা সেই দেশে ভ্রমণের কথা ভাবছেন তাদের সর্বোচ্চ স্তরের সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্প্রতি, ভারত বিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করার জন্য ভারতীয় কূটনীতিক এবং ভারতীয় সম্প্রদায়কে নিশানা করা হচ্ছে। তাই, কানাডার যে অঞ্চলগুলিতে এই ধরনের ঘটনাগুলি ঘটেছে, সেই জায়গাগুলিতে ভারতীয় নাগরিকদের না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমাদের হাই কমিশন বা কনস্যুলেট জেনারেল কানাডায় বসবাসকারী ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে কানাডিয়ান কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।” কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক এবং ছাত্রদের ওট্টোয়াতে ভারতের হাইকমিশন বা টরন্টো এবং ভ্যাঙ্কুভারের ভারতীয় কনস্যুলেটগুলিতে নিজেদের নাম নিবন্ধন করতে বলা হয়েছে। হাইকমিশন বা কনস্যুলেটগুলির নিজ নিজ ওয়েবসাইট বা ‘মদত’ পোর্টাল (madad.gov.in)-এর মাধ্যমে এই নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করা যাবে। তাদের নাম নিবন্ধিত থাকলে, কোনও জরুরি অবস্থায় বা অপ্রীতিকর ঘটনার ক্ষেত্রে, কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে দ্রুত ও সহজে যোগাযোগ করতে পারবে ভারতীয় হাই কমিশন এবং কনস্যুলেট জেনারেল।

মজার বিষয় হল, ২৪ ঘণ্টা আগেই ভারতে বসবাসকারী কানাডিয়ানদের জন্যও একটি ভ্রমণ সংক্রান্ত পরামর্শ জারি করেছিল কানাডা সরকার। মঙ্গলবার, কানাডা সরকার বলেছিল, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত। তাই, তাদের নাগরিকদের এই কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণ না করতে বলেছিল জাস্টিন ট্রুডো সরকার। কানাডার জারি করা ভ্রমণ পরামর্শে বলা হয়েছিল, “অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির কারণে জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণ এড়িয়ে চলুন। এখানে সন্ত্রাসবাদ, নাগরিক অস্থিরতা ও অপহরণের হুমকি রয়েছে।” লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে অবশ্য বাধা নেই বলে জানিয়েছিল ট্রুডো প্রশাসন। একদিনের মধ্যেই ইটের জবাব পাটকেলে দিল নয়া দিল্লি।

অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ
Joshimath: একটা কম্পনে মুছে যাবে না তো জোশী মঠ?
Joshimath: একটা কম্পনে মুছে যাবে না তো জোশী মঠ?
বাংলার দিকে দিকে স্লিপার সেল? তাদের কত জনের কাছে আছে ভারতের পাসপোর্ট?
বাংলার দিকে দিকে স্লিপার সেল? তাদের কত জনের কাছে আছে ভারতের পাসপোর্ট?
চাঁদের মাটিতে কী আছে, যার জন্য আমেরিকা আর রাশিয়ার লড়াই চলছে?
চাঁদের মাটিতে কী আছে, যার জন্য আমেরিকা আর রাশিয়ার লড়াই চলছে?
Sunita Williams: স্টারলাইনে ত্রুটি সত্ত্বেও কেন পাঠানো হল সুনীতাকে?
Sunita Williams: স্টারলাইনে ত্রুটি সত্ত্বেও কেন পাঠানো হল সুনীতাকে?