Delhi IAS Coaching centre: ‘ড্রেনের জলের চালান কাটেননি এটাই স্বস্তির’, পুলিশকে ভর্ৎসনা আদালতের

Delhi IAS Coaching centre: গত ২৭ জুলাই দিল্লির রাজেন্দ্র নগরে একটি আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে যায়। কোচিং সেন্টারের বেসমেন্টে গ্রন্থাগার রয়েছে। সেখানেই পড়াশোনা করছিলেন জনা কুড়ি IAS পড়ুয়া। বৃষ্টির জল বেসমেন্টে ঢুকে যায়। সবাই বেরিয়ে আসতে পারলেও তিনজন আটকে পড়েন। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।

Delhi IAS Coaching centre: 'ড্রেনের জলের চালান কাটেননি এটাই স্বস্তির', পুলিশকে ভর্ৎসনা আদালতের
কোচিং সেন্টারে মৃত্যুর ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে দিল্লি হাইকোর্ট
Follow Us:
| Updated on: Aug 02, 2024 | 5:17 PM

নয়াদিল্লি: বেহাল নিকাশি ব্যবস্থা। বৃষ্টিতে জলমগ্ন রাস্তা। আর বৃষ্টির জল কোচিং সেন্টারের বেসমেন্টে ঢুকে ৩ IAS পড়ুয়ার মৃত্যু হয়েছে। দিল্লিতে সেই দুর্ঘটনায় জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ায় একজনকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় পুলিশকে ভর্ৎসনা করল দিল্লি হাইকোর্ট। পুলিশকে ভর্ৎসনা করে বিচারপতি বলেন, এটা স্বস্তির যে পুলিশ ড্রেনের জলকে চালান ধরায়নি। একইসঙ্গে কোচিং সেন্টারে মৃত্যুর ঘটনার তদন্তভার সিবিআইকে দিয়েছে দিল্লি হাইকোর্ট।

গত ২৭ জুলাই দিল্লির রাজেন্দ্র নগরে একটি আইএএস কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে যায়। কোচিং সেন্টারের বেসমেন্টে গ্রন্থাগার রয়েছে। সেখানেই পড়াশোনা করছিলেন জনা কুড়ি IAS পড়ুয়া। বৃষ্টির জল বেসমেন্টে ঢুকে যায়। সবাই বেরিয়ে আসতে পারলেও তিনজন আটকে পড়েন। পরে তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।

দুর্ঘটনার তদন্তে নেমে কোচিং সেন্টারের মালিক ও কো-অর্ডিনেটরকে গ্রেফতার করে পুলিশ। ওইসময় জলমগ্ন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মনুজ কাথুরিয়া নামে এক এসইউভি চালককে গ্রেফতার করে পুলিশ। মনুজ কাথুরিয়া গতকাল জামিন পেয়েছে।

এদিন মামলার শুনানির সময় ওই গাড়ি চালককে গ্রেফতার করা নিয়ে উষ্মা প্রকাশ করে দিল্লি হাইকোর্ট। তারপর বলে, এটা স্বস্তির যে এই দুর্ঘটনার জন্য ড্রেনের জলকে চালান কাটেনি পুলিশ।

বেহাল নিকাশি ব্যবস্থা নিয়েও এদিন ভর্ৎসনা করে দিল্লি হাইকোর্ট। ড্রেনের বেহাল দশা নিয়ে দিল্লি পুরনিগমের আধিকারিকরা কেন কমিশনারকে জানাননি, সেই প্রশ্ন করেন বিচারপতি। পুরনিগমের আধিকারিক এই নিয়ে চিন্তিত নয় বলেও মন্তব্য করে দিল্লি হাইকোর্ট।

তিন আইএএস পড়ুয়ার মৃত্যুতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিল্লি হাইকোর্ট বলে, তদন্তে নজরদারির জন্য সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন একজন পদস্থ আধিকারিককে নিয়োগ করবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করার কথা বলে আদালত।