Sikkim Accident: বেপরোয়া গতিতে সিকিমের মেলায় ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার! চাকায় পিষে মৃত ৩, আহত কমপক্ষে ২০
Accident: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুধের ট্যাঙ্কারটি। প্রথমে মেলার বাইরে দাঁড়িয়ে থাকা তিনটি ট্যাক্সিতে ধাক্কা মারে এবং সেই গাড়িগুলি ঠেলতে ঠেলতেই মেলার ভিতরে ঢুকে যায়।
গ্য়াংটক: মেলায় মজা-আনন্দ করতে গিয়েছিলেন সকলে। নিমেষেই সেখানে নামল বিষাদের ছায়া। নিয়ন্ত্রণ হারিয়ে মেলার মধ্যে ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার। ধাক্কা একের পর এক গাড়িতে। চোখের পলকেই ট্যাঙ্কারের চাকার নীচে পিষে গেলেন অনেকে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে সিকিমে। এখনও অবধি ট্যাঙ্কারর চাকায় পিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর আহত কমপক্ষে ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিকিমের রানিপুলে বসেছে তাম্বলা মেলা। স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকরা সেখানে ভিড় জমিয়েছেন। শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ হঠাৎই মেলার ভিতরে ঢুকে পড়ে একটি দুধের ট্যাঙ্কার। নিমেষেই ভিড়ের মধ্যে অনেককে পিষে দেয়। ধাক্কা মারে একাধিক গাড়িতেও। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রানিপুলের কাছে একটি ফাঁকা মাঠে বিগত এক মাসেরও বেশি সময় ধরে মেলা চলছে। ওই মাঠটি ট্রাকের পার্কিংয়ের জন্য়ও ব্যবহার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্যাংটক থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল ট্যাঙ্কারটি। মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুধের ট্যাঙ্কারটি। প্রথমে মেলার বাইরে দাঁড়িয়ে থাকা তিনটি ট্যাক্সিতে ধাক্কা মারে এবং সেই গাড়িগুলি ঠেলতে ঠেলতেই মেলার ভিতরে ঢুকে যায়।
হঠাৎ ট্যাঙ্কার ঢুকে পড়ায় পালানোর পথ পায়নি মেলায় উপস্থিত দর্শকরা। ট্যাঙ্কারের চাকায় পিষে যান অনেকে। এখনও অবধি তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এদের মধ্যে বছর কুড়ির এক যুবতী রয়েছেন, বাকি দুইজন পুরুষ। নিহতদের মধ্যে একজন পুলিশকর্মী। তবে বাকি দুইজনের পরিচয় এখনও অবধি জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও মেলায় উপস্থিত জনতাই আহতদের গাড়ির নীচ থেকে উদ্ধার করেন। কমপক্ষে ২০ জনকে তাদোংয়ের সেন্ট্রাল রেফারাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুধের ট্যাঙ্কারের ব্রেক ফেল করার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।