বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, মন্দিরে হামলা, মানলেন বিদেশমন্ত্রী, নজর রাখছে ভারত

Bangladesh: জয়শঙ্কর উল্লেখ করেন, গত জুন মাসে শুরু হয় ছাত্র আন্দোলন। ক্রমশ হিংসাত্মক ঘটনা বাড়তে থাকে। সরকারি সম্পত্তিতে হামলা চলে, বাস ও রেল পরিষেবার ক্ষেত্রেও ব্যাপক প্রভাব পড়ে। জুলাই জুড়েও চলে সেই সংঘর্ষ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘আমরা বারবার চেয়েছি কথাবার্তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক।’

বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত, মন্দিরে হামলা, মানলেন বিদেশমন্ত্রী, নজর রাখছে ভারত
বাংলাদেশ নিয়ে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রীImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Aug 06, 2024 | 3:40 PM

নয়া দিল্লি: শেখ হাসিনা পদত্যাগ করার পরও বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়নি। সোমবার রাত থেকে পরপর মৃত্যুর খবর সামনে এসেছে। কোথাও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, কোথাও চলেছে ভাঙচুর। এই পরিস্থিতিতে বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর যে আক্রমণ চলছে, সে কথা জানালেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মঙ্গলবার সংসদে বাংলাদেশ সম্পর্কে বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই সংখ্যালঘুদের আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করেন তিনি।

বাংলাদেশে কার্ফু জারি থাকা সত্ত্বেও সোমবার কীভাবে রাজধানী ঢাকায় ভাঙচুর চলেছে, সে কথা এদিন সংসদে বলেন জয়শঙ্কর। তিনি বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হল, সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে। তাদের ব্যবসায় আক্রমণ করা হচ্ছে, মন্দিরও আক্রান্ত। সে দিকে আমরা নজর রাখছি।”

জয়শঙ্কর বলেন, “সংখ্যালঘুদের পরিস্থিতির ওপরেও নজর রাখা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা চলছে। বাংলাদেশে বেশ কিছু সংগঠন তাদের নিরাপত্তা দিচ্ছে, তাদের আমরা স্বাগত জানাই। তবে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।”

বর্তমানে বাংলাদেশে যে সব ভারতীয় বসবাস করছেন, তাঁদের সঙ্গে কূটনৈতিক স্তরের মাধ্যমে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী। তিন জানিয়েছেন, বর্তমানে ১৯০০০ ভারতীয় আছে বাংলাদেশে, তাদের মধ্যে রয়েছে ৯০০০ পড়ুয়া। অনেকেই জুলাই মাসে ফিরে এসেছেন ভারতে।