Andhra Pradesh: দক্ষিণ ভারতে জমি শক্ত করছে বিজেপি? এই দলের সঙ্গে নতুন জোট নিয়ে জোরাল জল্পনা

Andhra Pradesh: ২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল টিডিপি। সেই সময় অন্ধ্র প্রদেশ ভেঙে তেলঙ্গানা রাজ্য তৈরি হয়েছিল।

Andhra Pradesh: দক্ষিণ ভারতে জমি শক্ত করছে বিজেপি? এই দলের সঙ্গে নতুন জোট নিয়ে জোরাল জল্পনা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 13, 2022 | 1:14 PM

হায়দরাবাদ: অন্ধ্র প্রদেশে কি এবার নতুন জোট? সেই জল্পনা ক্রমেই জোরাল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তেলেগু দিশম পার্টির সভাপতি তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর ৫ মিনিটের কথোপকথন নিয়ে নতুন করে জোটের সম্ভাবনা দেখা দিয়েছে। গত শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে নাইডুর কথা হয়েছে। রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া ‘আজাদি কা অমৃত মহোৎসব’ জাতীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি এসেছিলেন নাইডু। সাংবাদিকদের নাইডু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে সৌজন্য বিনিয়ম করেছেন এবং তাঁর পরিবারে স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন বলেই জানা গিয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করেছেন, কেন আমি কয়েকবছর ধরে দিল্লিতে আসছি না, আমি তাঁকে জানিয়েছি আমার এখানে কোনও কাজ নেই।”

যখন মোদী এবং নাইডুকে দিল্লিতে আসতে বলেছিলেন, তখন তাঁকে নাইডু জানিয়েছিলেন সময় পেলে তিনি মোদীর সঙ্গে বৈঠক করতে চান। জবাবে মোদী তাঁকে জানিয়েছেন, ‘বাড়ি মতো মনে করুন। যখন আপনি আসতে চান, আমাদের দফতরে জানাবেন। তারাই অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে সময় জানিয়ে দেবে।’ মোদী-নাইডুর স্বল্প সময়ের কথোপকথন নতুন করে অন্ধ্র প্রদেশের রাজনৈতিক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ দীর্ঘ ৪ বছর পর দুই নেতার মধ্যে সাক্ষাৎ ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনের সময় বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল টিডিপি। সেই সময় অন্ধ্র প্রদেশ ভেঙে তেলঙ্গানা রাজ্য তৈরি হয়েছিল। সেই সময় রাজ্যে টিডিপি ক্ষমতা আসে এবং এনডিএ সরকারে জোট দেয়। যদিও ২০১৮ সালে অন্ধ্র প্রদেশের বিশেষ মর্যাদার দাবি জানিয়ে, বিজেপির সঙ্গত্যাগ করেন চন্দ্রবাবু নাইডু। এবং তারপর থেকেই নাইডুর মুখে মোদীর কড়া সমালোচনা শোনা গিয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মোদীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও করতে শোনা যায় নাইডুকে।

২০১৯ সালের নির্বাচনে পরাজিত হওয়ার পর থেকে কেন্দ্রের বিরুদ্ধে নরম অবস্থান দেখা গিয়েছে নাইডুর। করোনা নিয়ে মোদী সরকারের কাজের প্রশংসাও শোনা গিয়েছিল নাইডুর মুখে। এমনকী সাম্প্রতিক রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনেও এনডিএ প্রার্থীদের সমর্থন করেছিলেন নাইডু। অন্যদিকে অন্ধ্র প্রদেশে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গেও বিজেপির সু-সম্পর্ক রয়েছে। আগামী দিনে সেরাজ্যে নতুন কোনও জোট তৈরি হয় কি না, সেটাই এখন দেখার।