Narendra Modi: মোদীর সঙ্গে পুরনো সম্পর্ক এই মুসলিম সম্প্রদায়ের, দেখুন ছবি

Dawoodi Bohra community: দাওয়ুদি বোহরা হল ইসলাম ধর্মাবলম্বী এক সম্প্রদায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকায় ছড়িয়ে রয়েছে এই সম্প্রদায়।

Narendra Modi: মোদীর সঙ্গে পুরনো সম্পর্ক এই মুসলিম সম্প্রদায়ের, দেখুন ছবি
বোহরা সম্প্রদায়ের নেতার সঙ্গে মোদী
Follow Us:
| Edited By: | Updated on: Feb 10, 2023 | 2:13 PM

মুম্বই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার যাবেন মুম্বইয়ে। সেখানে গিয়ে আরবিক অ্যাকাডেমি অব দ্য দাওয়ুদি বোহরা কমিউনিটি উদ্বোধন করবেন। পাশাপাশি প্রধানমন্ত্রী বোহরা সম্প্রদায়ের প্রধান নেতা সৈয়দনা মুফাদ্দল সৈফুদ্দিনের সঙ্গেও দেখা করবেন। বোহরা সম্প্রদায়ের এক সিনিয়র নেতা এ কথা জানিয়েছেন। দাওয়ুদি বোহরা হল ইসলাম ধর্মাবলম্বী এক সম্প্রদায়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকায় ছড়িয়ে রয়েছে এই সম্প্রদায়। এই সম্প্রদায়ের সঙ্গে দীর্ঘদিন ধরেই সখ্যতা রয়েছে নরেন্দ্র মোদীর। শুক্রবার মোদী আর্কাইভ নামের একটি টুইটার হ্যান্ডল থেকে সেই সখ্যতার ছবি তুলে ধরা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ১৮ বছর আগে নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করছেন ওই সম্প্রদায়ের লোকেরা। ২০২১ সালে বাংলাদেশ সফরে গিয়েও দাওয়ুদি বোহরা সম্প্রদায়ের নেতাদের সঙ্গে দেখা করেছিলেন।

মোদী আর্কাইভ নামের টুইটার হ্যান্ডল থেকে বোহরা সম্প্রদায়ের সঙ্গে মোদীর সময় কাটানো চারটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, বোহরা সম্প্রদায়ের নেতার সঙ্গে কথা বলছেন মোদী। হাসছেন। বোহরা সম্প্রদায়ের নেতাদের মোদীর জন্মদিন উদযাপন করতেও দেখা গিয়েছে ওই ছবিতে। সেই ছবি পোস্ট করে লেখা হয়েছে, “দাওয়ুদি বোহরাদের সঙ্গে মোদীর বিশেষ সম্পর্ক রয়েছে। বিশেষ করে সৈয়দনা সাহিবের সঙ্গে। বোহরা সম্প্রদায়ের সঙ্গে যুক্তরা মোদীর জন্মদিন পালন করছেন। বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ হিসাবে চেন্নাইয়ে ২০০৫ সালে গিয়েছিলেন মোদী। সে সময়ের ছবি এগুলি।”

২০২১ সালে বাংলাদেশ সফরে গিয়েছিলেন মোদী। সেখানেও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা।