Malnourished Children: বাড়ছে খিদের জ্বালা, দেশে ৩৩ লাখেরও বেশি শিশু অপুষ্টির শিকার

Malnourished Children in India: সবথেকে খারাপ পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে বিহার।

Malnourished Children: বাড়ছে খিদের জ্বালা, দেশে ৩৩ লাখেরও বেশি শিশু অপুষ্টির শিকার
খিদের জ্বালা আরও প্রকট (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2021 | 8:04 PM

নয়া দিল্লি : দেশে খাদ্য সঙ্কট ক্রমেই চরম আকার ধারণ করছে। দেশের ৩৩ লাখেরও বেশি শিশু অপুষ্টির শিকার। আর এদের মধ্যে অর্ধেকের বেশি শিশুই গুরুতর অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। সবথেকে খারাপ পরিস্থিতি রয়েছে মহারাষ্ট্র, বিহার এবং গুজরাটে। এক আরটিআইয়ের জবাবে আজ এমনটাই জানানো হয়েছে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফে।

পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নারী ও শিশু কল্যান মন্ত্রক। করোনা অতিমারি পরিস্থিতিতে দরিদ্র থেকে দরিদ্রতম শ্রেণির মানুষদের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টিজনিত সঙ্কটকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে, নারী ও শিশু কল্যান মন্ত্রক। ২০২১ সালের ১৪ অক্টোবর পর্যন্ত পরিসংখ্যানের ভিত্তিতে অনুমান করা হয়েছে এদের মধ্যে ১৭ লাখ ৭৬ হাজার শিশু গুরুতর অপুষ্টিজনিত সমস্যার শিকার এবং প্রায় ১৫ লাখ ৪৬ হাজার শিশু মাঝারি থেকে তীব্র অপুষ্টির শিকার।

সংবাদ সংস্থা পিটিআইয়ের জমা করা এক আরটিআইয়ের জবাবে মন্ত্রকের তরফে জানানো হয়েছে দেশের ৩৪ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল মিলিয়ে মোট ৩৩ লাখ ২৩ হাজার শিশু অপুষ্টির শিকার। আর এই পরিসংখ্যান পোষণ ট্র্যাকার অ্যাপে নথিভুক্ত করা হয়েছে। উল্লেখ্য গত বছরেই এই পোষণ ট্র্য়াকার অ্যাপ তৈরি করা হয়েছে।

এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। আর গত নভেম্বরের সঙ্গে পরিসংখ্যানের সঙ্গে এই অক্টোবরের পরিসংখ্যান তুলনা করে দেখলে তা আরও ভয়ঙ্কর। দেখা গিয়েছে, নভেম্বরের তুলনায় ৯১ শতাংশ বেড়েছে গুরুতর অপুষ্টির শিকার শিশুর সংখ্যা। গত বছরের নভেম্বরে যে সংখ্যা ছিল ৯ লাখ ২৭ হাজারে, এখন তা বেড়ে হয়েছে ১৭ লাখ ৭৬ হাজারে।

পোশন ট্র্যাকারের মাধ্যমে যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে সরাসরি অঙ্গনওয়াড়িগুলিকে ব্যবহার করা হয়েছে এবং এখানে শিশুদের বয়সের কোনও নির্দিষ্ট গ্রুপের উল্লেখ করা হয়নি।

পোশান ট্র্যাকারের যে তথ্য আরটিআইয়ের জবাবে দেওয়া হয়েছে, তা অনুযায়ী মহারাষ্ট্রে ১ লাখ ৫৭ হাজার শিশু মাঝারি ধরনের অপুষ্টিজনিত সমস্যার শিকার এবং ৪ লাখ ৫৮ হাজার শিশু গুরুতর অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। সবমিলিয়ে সংখ্যাটা ৬ লাখ ১৬ হাজার। দেশে মহারাষ্ট্রেই সবথেকে বেশি অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে শিশুরা। তালিকার দুই নম্বরে রয়েছে বিহার। সেখানে মোট ৪ লাখ ৭৫ হাজার শিশু অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। তার মধ্যে ১ লাখ ৫২ হাজার শিশুর অপুষ্টিজনিত সমস্যা গুরুতর। শিশুদের অপুষ্টিজনিত সমস্যায় গুজরাট রয়েছে তৃতীয় স্থানে। সেখানে এখনও পর্যন্ত মোট ৩ লাখ ২০ হাজার শিশু অপুষ্টিতে ভুগছে। তার মধ্যে ১ লাখ ৬৫ হাজার শিশুর অবস্থা গুরুতর।

আরও পড়ুন : BJP National Executive Meeting: ‘প্রধানমন্ত্রী দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চাইছেন, আর বিরোধীরা তা কালিমালিপ্ত করছে’