BMW on Fire: চলন্ত BMW গাড়িতে হঠাৎ আগুন, ছুটি ভুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাত লাগালেন দমকলকর্মী

BMW on Fire: পুনের রাস্তায় হঠাৎ চলন্ত BMW গাড়িতে হঠাৎ আগুন ধরে যায়। কোনও হতাহতের খবর মেলেনি এখনও।

BMW on Fire: চলন্ত BMW গাড়িতে হঠাৎ আগুন, ছুটি ভুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাত লাগালেন দমকলকর্মী
Image Credit source: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 8:55 AM

পুনে: রাস্তায় চলন্ত অবস্থাতেই আগুন ধরে গেল বিএমডব্লু গাড়িতে। মঙ্গলবার রাতে পুনের উন্দ্রি এলাকায় এই ঘটনা ঘটে। এক দমকল কর্মীর তৎপরতায় এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে এই বিএমডব্লু গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা। এদিকে হঠাৎ আগুন ধরার কারণও কিছু জানা যায়নি।

বিএমডব্লু (BMW) গাড়ি নিয়ে অনেকের মধ্যেই বেশ একটা উন্মাদনা কাজ করে। তবে এবার রাস্তায় সেই গাড়িকেই জ্বলতে দেখল অনেকে। এই ঘটনার ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে দাউ দাউ করে জ্বলছে BMW। আর এক দমকলকর্মী অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্য়ে তা নেভানোর চেষ্টা করছেন। দমকল আধিকারিকরা জানিয়েছেন, মঙ্গলবার রাত ১১ টা ৩৫ মিনিট নাগাদ চলন্ত BMW X1 গাড়িতে আগুন ধরে যায়। সেই সময় গাড়িতে একা চালকই ছিলেন। তিনি বুঝতেই পারেননি গাড়িতে আগুন ধরেছে। সেই অবস্থাতেই প্রায় এক কিলোমিটার মতো গাড়ি চালাতে থাকেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা জ্বলন্ত গাড়ি দেখে তা থামান।

d তারপর দমকল বাহিনীর কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয় পুরো বিষয়টি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন চলে আসে। এদিকে BMW X1 জ্বলতে দেখে হর্ষদ ইয়েওয়ালে নামের এক ব্যক্তি সেখানে দাঁড়িয়ে পড়েন। আগুন নেভানোর কাজেও হাত লাগান। তিনি পেশায় একজন দমকলকর্মী। পুনে সিটি ফায়ার ব্রিগেডের কর্মী তিনি। তবে সেই সময় ডিউটিতে ছিলেন না। পরিবার নিয়ে নিজের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তবে যাওয়ার পথে গাড়িতে আগুন দেখে থমকে দাঁড়ান। তাঁর পেশাদার মন এই অগ্নিকাণ্ডকে পাশ কাটিয়ে যেতে পারেনি। আগুন দেখেই ছুটির আমেজ ভুলে তা নিয়ন্ত্রণে লেগে পড়েন তিনি। তিনি বলেন, “আমি নিকটবর্তী একটি পেট্রল পাম্প থেকে অগ্নিনির্বাপক ইউনিট নিই এবং আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে থাকি। পরে দমকল বাহিনী এসে দায়িত্ব নেয়। স্থানীয় বাসিন্দারা গাড়ি থামানোর সঙ্গে সঙ্গেই চালক বেরিয়ে আসেন।”