Coronavirus in Delhi: একদিনে ১ হাজারের গণ্ডি পার! দিল্লিতে ৭ মাসের রেকর্ড ভাঙল দৈনিক করোনা সংক্রমণ
Coronavirus in Delhi: দিল্লিতে একদিনে হাজারের উপরে দৈনিক করোনা সংক্রমণ। ৭ মাসের রেকর্ডও পিছনে ফেলে দিল।
নয়া দিল্লি: ফের দাঁত-নখ বের করছে করোনা। মঙ্গলবার দেশে ৭ হাজারের গণ্ডি পেরিয়েছে করোনা সংক্রমণ। গত সাত মাসের রেকর্ড ভেঙে দিয়েছে গতকালের কোভিড আক্রান্তের সংখ্যা। বুধবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজারের গণ্ডি পার করেছে। গত সাত মাসে এটাই সর্বোচ্চ। এই ঊর্ধ্বমুখী সংক্রমণে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে কপালে। দিল্লির স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গতকাল সেখানে ১ হাজার ১৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মৃত্যু হয়েছে ১ জনের। রাজধানীতে বর্তমানে পজিটিভিটি রেট রয়েছে ২৩.৮ শতাংশ।
গত ৬ মাসের বেশি সময়ে বুধবার প্রথম সর্বোচ্চ সংক্রমণের খোঁজ মিলেছে দিল্লিতে। গত বছর ১৯ অগস্ট দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪১৭। আর পজিটিভিটি রেট ছিল ৭.৫৩। আর মৃতের সংখ্যা ছিল ৩। এদিকে গতকাল দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৯ জন। আর সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৩৪৭। তবে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে বলেই স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে। বুধবার দিল্লিতে সংক্রমণের হার হয়েছে ২৩.৮ শতাংশ। যেখানে মঙ্গলবার এই হার ছিল ২৮.৯৮ শতাংশ। তবে মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৯৮০। তা গতকাল অনেকটাই বেড়েছে। আর মঙ্গলবার মৃতের সংখ্যা ছিল ২। তা গতকাল কমে দাঁড়িয়েছে ১।
এদিকে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের আবহেই কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে হাসপাতালগুলিতে মক ড্রিলের বন্দোবস্ত করা হয়। দিল্লিও এর ব্যকিক্রম হয়নি। মঙ্গলবার দিল্লির হাসপাতালগুলিতে কোভিড প্রস্তুতি পরখ করে দেখা হয়। এদিকে করোনা ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণ হিসেবে অনেক মেডিকেল বিশেষজ্ঞই করোনা ভাইরাসের XBB.1.16 ভ্যারিয়েন্টকেই দায়ী করেছেন। তবে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, উদ্বেগের কোনও কারণ নেই। কোভিড বিধি মেনে চলা ও বুস্টার ডোজ নেওয়ার উপর জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।