AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ukraine Minister on Medical Students: ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়ারা দেশে বসেই পরীক্ষা দিতে পারবেন, আশ্বাস মন্ত্রীর

Ukraine Minister on Medical Students: ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়ারা দেশে বসেই পরীক্ষা দিতে পারবেন। ভারত সফরে এসে আশ্বাস ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রীর।

Ukraine Minister on Medical Students: ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়ারা দেশে বসেই পরীক্ষা দিতে পারবেন, আশ্বাস মন্ত্রীর
Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 7:34 AM
Share

নয়া দিল্লি: এক বছর পেরিয়ে গিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine Conflict)। গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ সেনা। তারপর মিসাইল হানায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছে ইউক্রেনের একাধিক শহর। বোমা, গুলি, মিসাইলের শব্দে ঘুম উড়েছিল নাগরিকদের। আর এই যুদ্ধের আবহে দেশে ফিরতে হয়েছিল সেদেশে পঠনরত ভারতীয় মেডিকেল পড়ুয়াদের। তারপর এক বছর পেরিয়ে গিয়েছে। ডাক্তার হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছে তাঁদের। এবার সেইসব ভারতীয় পড়ুয়াদের জন্য সুখবর নিয়ে এলেন ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী এমিনি জ়াপারোভা। তিনি চারদিনের সফরকালে জানিয়েছেন, এবার দেশে থেকেই মূল পরীক্ষায় বসতে পারবেন ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়ারা।

রাশিয়া-ইউক্রেনের সংঘাতের মধ্যেই ভারত সফরে এসেছেন ইউক্রেনের ডেপুটি বিদেশমন্ত্রী এমিনি জ়াপারোভা। তিনি এই সফরকালে বিদেশ মন্ত্রকের সচিব ও বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গে বৈঠকও করেন। সেই বৈঠকেই ইউক্রেন ফেরত মেডিকেল পড়ুয়াদের জন্য নয়া সুযোগের কথা জানিয়েছেন এমিনি। বুধবার বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, “ভারতীয় মেডিকেল পড়ুয়াদের বিষয়ে ডেপুটি বিদেশমন্ত্রী জানিয়েছেন ইউক্রেন বিদেশি মেডিকেল পড়ুয়াদের তাঁদের নিজ দেশে ইউনিফাইড স্টেট কোয়ালিফিকেশন পরীক্ষা দেওয়ার অনুমতি দেবে।” ফলে যুদ্ধের আবহে ইউক্রেন ফেরত ভারতীয় পড়ুয়াদের সামনে তাঁদের স্বপ্ন পূরণের একটি সুযোগ খুলে গেল।

উল্লেখ্য, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই সময় ভারতের ১৯ হাজার পড়ুয়া ইউক্রেনে পঠনরত ছিল। তাঁদের মধ্যে প্রায় ২ হাজার পড়ুয়া ফের ইউক্রেনে নিজেদের পড়াশোনা শেষ করতে ফিরে গিয়েছেন। মূলত সেদেশের পশ্চিম প্রান্তেই তাঁরা বসবাস শুরু করেছেন। কিন্তু সংখ্যাটা মাত্র ২ হাজার। যেখানে আরও ১৭ হাজার পড়ুয়া বিভিন্ন পরিস্থিতির কারণে আর ফিরে যেতে পারেননি। তবে ইউক্রেনের এই উদ্যোগে তাঁরা ফের স্বপ্ন ছুঁতে পারেন। ইউক্রেনের কর্তৃপক্ষের এই উদ্যোগে, এখনও ভারতে থাকা পড়ুয়ারা অনলাইন ক্লাসে যোগ দিতে পারেন এবং ভারতে ইউনিফাইড স্টেট কোয়ালিফিকেশন পরীক্ষায় (ইউএসকিউই) অংশ নেওয়ার বিকল্পও রয়েছে তাঁদের হাতে।