Mumbai Airport: মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি, নেপথ্যে কি ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিগোষ্ঠী?
কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বিমানবন্দর। হুমকি ফোন করা ওই ব্যক্তির এখনও হদিশ মেলেনি।
মুম্বই: উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর। এমনই হুমকি ফোনে হুলস্থূল পড়ে গিয়েছে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport)। ইন্ডিয়ান মুজাহিদিন (Indian Mujahideen) জঙ্গিগোষ্ঠীর তরফেই এই হুমকি দেওয়া হচ্ছে বলে ফোনের ওপারে থাকা ব্যক্তি জানিয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে মুম্বই বিমানবন্দরের কর্মী থেকে আধিকারিকদের মধ্যে। বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি আসার খবর পেয়ে নড়েচড়ে বসেছে ছত্রপতি শিবাজি বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে মুম্বই পুলিশ। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা বিমানবন্দর। তবে হুমকি ফোন করা ওই ব্যক্তির এখনও হদিশ মেলেনি।
পুলিশ জানায়, মুম্বই বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেই হুমকি ফোন এসেছিল। যে ব্যক্তি হুমকি দিয়েছিল, সে নিজেকে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে পরিচয় দিয়েছে। সে জানিয়েছে, তার নাম ইরফান আহমেদ শেখ। ফোন নম্বর ট্র্যাক করে তার খোঁজ শুরু হয়েছে। মুম্বই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি যাত্রী থেকে তাঁদের জিনিসপত্রে জোর তল্লাশি চালানো হচ্ছে।
মুম্বই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১০টা নাগাদ ছত্রপতি শিবাজি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে। সেই ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সদস্য বলে পরিচয় দেয় এবং রীতিমতো হুমকির সুরে জানায়, বিমানবন্দর উড়িয়ে দেওয়া হবে। তারপর সন্দেহজনক কিছু কোড শব্দও ব্য়বহার করে ওই ব্যক্তি। এরপর সে ফোন রেখে দেয়।
রাত দুপুরে বিনানবন্দর উড়িয়ে দেওয়ার ওই হুমকি ফোন আসার পরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। খবর পৌঁছয় মুম্বই পুলিশে। এই ঘটনায় পুলিশ সংবিধানের ৫০৫ (১) ধারায় ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে এবং মুম্বই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ায়। ওই ব্যক্তি আদতে কী, এই ধরনের হুমকি ফোনের পিছনে আসলে কী কারণ রয়েছে, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে মুম্বই পুলিশ জানিয়েছে।
অন্যদিকে, ঝুঁকি এড়াতে মুম্বই পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার তরফে ছত্রপতি শিবাজি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে এবং গোটা বিমানবন্দর চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রতিটি যাত্রী এবং তাঁদের জিনিসপত্রে তল্লাশি জোরদার করা হয়েছে।