ভিড়ের মধ্যে অনুমতি ছাড়াই হবে করোনা টেস্ট, মুম্বইতে নতুন নিয়ম
করা হবে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট (Rapid Antigen Test)। রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৬,৩৫৩টি।
মুম্বই: করোনা সংক্রমণ রুখতে নতুন নিয়ম চালু করছে মহারাষ্ট্র। এবার থেকে ভিড়ের মধ্যে যাকে খুশি করোনা পরীক্ষা করা হবে। শনিবার এই সংক্রান্ত একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় মহারাষ্ট্রই সংক্রমণে সবার ওপরে।
পুরসভার নির্দেশিকায় বলা হয়েছে, শপিং মল কিংবা রেল স্টেশনের মতো জায়গায় টেস্ট করা হবে। এমনকি তার জন্য সাধারণের কোনও অনুমতিও নেওয়া হবে না। করা হবে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এমনকি টেস্ট করাতে রাজি না হলে তা অপরাধ বলে গন্য করা হবে।
মহারাষ্ট্রে মোট সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৩,৯৬,৩৪০। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের, এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩,১৩৮। এছাড়াও রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১,৬৬,৩৫৩টি।
এছাড়া মুম্বই বিমানবন্দরে মাত্র ৮৫০ টাকার বিনিময়ে আরটি-পিসিআর টেস্ট করানো হচ্ছে। এই টেস্ট করানোর পরই যাত্রীরা মুম্বই শহরে প্রবেশ করতে পারবেন। আন্তঃদেশীয় ও আন্তর্জাতিক দু’টি জায়গাতেই এই টেস্ট করানোর বন্দোবস্ত করা হয়েছে। যাত্রী অবতরণের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এবং যাত্রী প্রস্থানের ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে টেস্ট রিপোর্ট ই-মেল করে পাঠিয়ে দেওয়া হবে। যাঁদের রিপোর্ট পজিটিভ আসবে তাঁদের মুম্বইতে প্রাতিষ্ঠিনিক কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়াও সব যাত্রীকে আরোগ্য সেতু অ্যাপ জাউনলোড করতে হবে এবং নিজেদের যোগাযোগের তথ্য কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।
নাসিকে দোকান ও প্রতিষ্ঠানগুলি সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। থানের ১৬টি হটস্পট এলাকায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে। ওসমানবাদে রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নৈশ কার্ফু জারি। সাপ্তাহিক বাজার একেবারে বন্ধ এবং রবিবার পূর্ণ সময়ের লকডাউন। পুনেতে বাসিন্দাদের অপ্রয়োজনীয় গতিবিধির ওপর রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি। উদ্যান ও পার্ক বন্ধ রাখা হয়েছে। রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে হোটেল ও রেস্তোরাঁগুলি। ২১ মার্চ পর্যন্ত নাগপুরে কড়া লকডাউন জারি। মহারাষ্ট্রের সিনেমা হল, হোটেল, রেস্তোরাঁ ও অফিস, স্বাস্থ্য ও প্রয়োজনীয় পরিষেবাগুলি ব্যতীত ৩১ মার্চ পর্যন্ত ৫০ শতাংশ ক্ষমতা নিয়ে কাজ করবে। এইসব জায়গায় মাস্ক ছাড়া ও থার্মাল টেস্ট ছাড়া প্রবেশ করা যাবে না।