FTCCI Excellence Awards: সামাজিক দায়বদ্ধতা পূরণে অসামান্য কৃতিত্ব, My Home Industries-কে পুরস্কৃত করল FTCCI
FTCCI Excellence Awards:এফটিসিসিআই-র তরফে এক্সেলেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী কেটি রামা রাও।
হায়দরাবাদ: শিল্পক্ষেত্রে বড় সাফল্য অর্জন করল “মাই হোম ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড” (My Home Industries Pvt Ltd)। এফটিসিসিআই-র তরফে ‘মাই হোম ইন্ডাস্ট্রিজ’-কে পুরস্কৃত করা হল “এক্সেলেন্স ইন কর্পোরেট সোশ্যাল রেসপনসিলিটি” (Excellence In Corporate Social Responsibility) অ্যাওয়ার্ডে। আজ, ৩ জুলাই হায়দরাবাদে (Hyderabad) এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জানানো হয়েছে, এফটিসিসিআই(FTCCI)-র তরফে এক্সেলেন্স অ্যাওয়ার্ডের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী কেটি রামা রাও (KT Rama Rao)। এছাড়াও তেলঙ্গানার শিল্প মন্ত্রকের মুখ্য সচিব আইএএস জয়েশ রঞ্জন ও গ্রিনকো গ্রুপের সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর অনিল কুমার চলমাসেট্টিও উপস্থিত থাকবেন এবং পুরস্কার তুলে দেবেন।
অনুষ্ঠানের শেষে কফি টেবিল বুকও উদ্বোধন করা হবে, যেখানে পুরস্কৃত সংস্থাগুলির অসামান্য সাফল্য অর্জনের কাহিনী, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাজকে তারা কী বার্তা দিতে চান, তার উল্লেখ থাকবে।