৯০ শতাংশ কোটিপতি, মোদীর মন্ত্রিসভার ৩৩ সদস্যের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা

Narendra Modi Cabinet: রিপোর্টের দাবি, মন্ত্রিসভার মোট ৭৮ সদস্যের মধ্যে কমপক্ষে ৪২ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা।

৯০ শতাংশ কোটিপতি, মোদীর মন্ত্রিসভার ৩৩ সদস্যের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা
ছবি-PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 4:31 PM

নয়া দিল্লি: এক সপ্তাহও হয়নি, নতুন মন্ত্রিসভা গঠন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যেই নতুন মন্ত্রিসভার নানা খুঁটিনাটি তথ্য প্রকাশ পেতে শুরু করেছে। কার কত সম্পত্তি, কার বিরুদ্ধে ফৌজদারি মামলাই বা কত? কৌতূহল জন্মেছে একাধিক বিষয়ে। মোদীর নতুন মন্ত্রিসভা নিয়ে সদ্য প্রকাশিত এক রিপোর্টে উঠে এসেছে এমনই গুরুত্বপূর্ণ কিছু তথ্য। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস (এডিআর) কর্তৃক প্রকাশ করা এই রিপোর্টেই দাবি, মন্ত্রিসভার মোট ৭৮ সদস্যের মধ্যে কমপক্ষে ৪২ শতাংশের বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা।

গত বুধবার সম্প্রসারিত হয় নমোর ক্যাবিনেট। মন্ত্রী হিসেবে শপথ নেন ১৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৮ জন প্রতিমন্ত্রী। তারপরই এই রিপোর্টে প্রকাশ পায়, বর্তমান মন্ত্রিসভায় থাকা ৭৮ মন্ত্রীর মধ্যে ৩৩ জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এমনটা তাঁরা নিজেরাই জানিয়েছেন নির্বাচনী হলফনামায়। এঁদের মধ্যে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুরুতর। ৪ জন এমন সদস্যও রয়েছেন যাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের রয়েছে।

মন্ত্রীদের টাকা-কড়ি এবং সম্পত্তি সংক্রান্তও বেশ কিছু তথ্য প্রকাশিত হয়েছে এডিআর-এর রিপোর্টে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর নতুন মন্ত্রিসভার ৭৮ সদস্যের মধ্যে ৯০ শতাংশই কোটিপতি। কোটিপতি মন্ত্রীদের সংখ্যা হল ৭০। সম্পত্তির নিরিখে সবার শীর্ষে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৭৯ কোটি। এরপর রয়েছেন পীযূষ গোয়েল, নারায়ণ রানে, রাজীব চন্দ্রশেখরে মতো সাংসদরা। গড়ে নতুন মন্ত্রিসভার প্রত্যেক মন্ত্রীর সম্পত্তির পরিমাণ ১৬.২৪ কোটি।

তবে এরকম নয় যে সব মন্ত্রীই আর্থিকভাবে এতটা সবল। জনাকতক এমন সদস্যও রয়েছেন যাঁদের সম্পত্তির পরিমাণ দেখলে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত আখ্যা দেওয়াই যায়। মন্ত্রিসভার নতুন সদস্যদের মধ্যে সম্পত্তির পরিমাণ সবচেয়ে কম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিকের। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬ লাখ। এ বাদে জন বার্লা (১৪ লক্ষ), রাজস্থানের কৈলাস চৌধুরী (২৪ লক্ষ), ওড়িশার বিশ্বেসর টুডুর (২৭ লক্ষ) নাম রয়েছে সর্বনিম্ন সম্পত্তির তালিকায়।

আরও পড়ুন: দিল্লিতে ডাক দিলীপকে, বেসুরোদের নিয়ে কি আরও কড়া সিদ্ধান্তের পথে দল, জোরাল জল্পনা