Shikshak Parv 2021: স্কুল খোলার মুখে মোদীর বড় ঘোষণা ,সুবিধা পাবেন শিক্ষক-ছাত্র উভয়েই

Narendra Modi : নিপুণ ভারত বিদ্যাঞ্জলি পোর্টালের জন্য নিষ্ঠা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, বিশেষভাবে সক্ষমদের জন্য সাংকেতিক ভাষার অভিধান, অডিয়ো বুক, সিবিএসই-র জন্য স্কুল কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্য়ান্ড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কের কথা ঘোষণা করা হয়েছে।

Shikshak Parv 2021: স্কুল খোলার মুখে মোদীর বড় ঘোষণা ,সুবিধা পাবেন শিক্ষক-ছাত্র উভয়েই
বছর ঘুরতেই উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন। সেই দিক থেকে প্রধানমন্ত্রীর এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর আগেও দিওয়ালির সময় এই রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। কেদারনাথ মন্দিরে আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন করার পাশাপাশি কেদারনাথ মন্দিরে পুজো দিয়েছিলেন তিনি। ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2021 | 12:32 PM

নয়াদিল্লি : আজ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশজুড়ে পালিত হবে শিক্ষক পর্ব। মঙ্গলবার অনুষ্ঠানের প্রারম্ভিক পর্বে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। এর মধ্যে রয়েছে নিপুণ ভারত বিদ্যাঞ্জলি পোর্টালের জন্য নিষ্ঠা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, বিশেষভাবে সক্ষমদের জন্য সাংকেতিক ভাষার অভিধান, অডিয়ো বুক, সিবিএসই-র জন্য স্কুল কোয়ালিটি অ্যাসিওরেন্স অ্য়ান্ড অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক।

আগামী দিনের ভারত গঠনের জন্য এই প্রকল্পগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রধানমন্ত্রী। ভিডিয়ো কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ” দেশ এখন স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন করছে। আমরা যখন স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব, তখন আমাদের দেশ কেমন হবে, তার জন্য আমাদের এখন থেকে সংকল্প করতে হবে।”

এছাড়া সদ্যসমাপ্ত হওয়া টোকিও অলিম্পিক্স এবং প্যারালিম্পিক্সে অংশগ্রহণকারীরা দেশের বিভিন্ন প্রান্তের ৭৫ টি স্কুল যাবেন এবং পড়ুয়াদের অনুপ্রাণিত করবেন বলেও জানান তিনি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিশিষ্ট ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করলে পড়ুয়ারা তাঁদের থেকে অনুপ্রাণিত হতে পারবেন বলেও মনে করছেন প্রধানমন্ত্রী।

আগামী দিনগুলিতে অডিয়ো বুক এবং টকিং বুক শিক্ষাক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মত শিক্ষাবিদদের। এছাড়া সাংকেতিক ভাষাকেও এখন দেশে পাঠক্রমের সঙ্গে যুক্ত করা হয়েছে। দেশে মোদী সরকারের আমলেই প্রথম এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

২০২১ সালের শিক্ষক পর্বের মূল থিম হল, “মানানসই ও টেকসই স্কুল : ভারতের স্কুল থেকে জ্ঞান অর্জন”। এই কর্মসূচি সারা দেশে ১২ দিনের জন্য পালিত হবে। শিক্ষক পর্ব শুধুমাত্র সকল স্তরে শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে নয়, সারা দেশের স্কুলে মান, উন্নত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন উদ্ভাবনী পন্থা নিয়ে আলোচনা হবে এই শিক্ষক পর্বে।

এদিকে করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল। প্রায় বছর দেড়েক পর থেকে ধীরে ধীরে স্কুল খুলতে শুরু করেছে একাধিক রাজ্যে। ফের স্কুলমুখী হচ্ছে পড়ুয়ারা। এমন সময়ে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই মাস থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে রাজধানীতে। প্রায় দেড় বছর বাদে সমস্ত করোনা বিধি মেনে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । অন্যান্য বেশ কয়েকটি রাজ্যেও স্কুল খুলে গিয়েছে।

বিগত কয়েক বছরে গরিবদের ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া থেকে শুরু করে, প্রতিটি সরকারি ব্যবস্থায় স্বচ্ছ্বতা, গ্রামের মানুষদের এবং গরিবদের ডিজিটাল লেনদেনে স্বাচ্ছন্দ্য করে তোলার বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কথাও আজ উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। আরও পড়ুন : স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমতি ছাড়া আশ্রয়চ্যূত করা হবে না কোনও আফগানকে, সিদ্ধান্ত কেন্দ্রের