Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা মোদী, বললেন, ‘নম্বরের খেলা চলতেই থাকবে…’

Lok Sabha Election Results 2024: বিগত দুই লোকসভা নির্বাচনের তুলনায় এবার তুলনামূলকভাবে খারাপ ফল করেছে বিজেপি। ২০১৪ সালে ২৮২টি আসন জিতেছিল বিজেপি। ২০১৯ সালে ৩০৩টি আসন জিতেছিল বিজেপি।

PM Narendra Modi: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা মোদী, বললেন, 'নম্বরের খেলা চলতেই থাকবে...'
প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দের মোদী।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jun 05, 2024 | 4:34 PM

নয়া দিল্লি: “হার-জিত তো লেগেই থাকে। এটা রাজনীতির অংশ”। বিদায়ী শেষ ক্যাবিনেট বৈঠকে মন্ত্রীদের এই কথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। এরপরই আজ মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi)। এটাই চলতি সরকারের শেষ বৈঠক। আগামী শনিবার, ৮ জুন তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তারপর তৈরি হবে নতুন মন্ত্রিসভা। আজ রাষ্ট্রপতি ভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।

বিগত দুই লোকসভা নির্বাচনের তুলনায় এবার তুলনামূলকভাবে খারাপ ফল করেছে বিজেপি। ২০১৪ সালে ২৮২টি আসন জিতেছিল বিজেপি। ২০১৯ সালে ৩০৩টি আসন জিতেছিল বিজেপি। এবারে তাদের বিজয়রথ থেমে গিয়েছে ২৪০-এই, যা সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩২ কম। এবার তাদের এনডিএ-র বাকি শরিকদের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে ৫৩টি আসনের জন্য।

এদিন সরকারের শেষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেটের সদস্য়দের বলেন, “বিগত ১০ বছরে আমরা ভাল ফল করেছি। আগামিদিনেও এই কাজ জারি রাখব।”

তিনি আরও বলেন, “হার-জিত রাজনীতির অংশ। নম্বরের খেলা চলতেই থাকবে। আপনারা সকলে বিগত ১০ বছরে খুব ভাল কাজ করেছেন। কঠোর পরিশ্রম করেছেন।”

ক্যাবিনেট বৈঠক শেষে তিনি রাষ্ট্রপতি ভবনে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে ইস্তফাপত্র তুলে দেন। আগামী শনিবার তিনি ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন।

প্রসঙ্গত, আগামী ১৬ জুন ১৭তম লোকসভার মেয়াদ শেষ হচ্ছে।