Narendra Modi: সেমিকনডাকটার সেক্টরে এবার সিঙ্গাপুরের সঙ্গে হাত মেলাচ্ছে ভারত, বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী
Narendra Modi: গোটা বিশ্বে সেমিকনডাকটার সেক্টরে যা উৎপাদন হয়, তার মধ্যে ১০ শতাংশই হয় শুধুমাত্র সিঙ্গাপুর থেকে। ওই দেশের অর্থনীতির ৮ শতাংশই আসে এই সেক্টর থেকে।
সিঙ্গাপুর: সেমিকনডাকটার সেক্টর নিয়ে এবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সেমিকনডাকটার ফেসিলিটিতে উপস্থিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে গিয়ে সিঙ্গাপুরে এইএম হোল্ডিং লিমিটেডের দফতর পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে সিঙ্গাপুরে গিয়ে মউ (MoU) চুক্তিও স্বাক্ষর করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে নরেন্দ্র মোদী ও সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স উয়ং ওই সেমিকনডাকটার দফতরে যান। সেখানে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। দুই দেশের সেমিকনডাকটারের ক্ষেত্রে কী কাজ হচ্ছে, তা নিয়ে আলোচনা হয়।
সেমিকনডাকটার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সিঙ্গাপুর যেভাবে উন্নতি করেছে, তা উল্লেখযোগ্য। ভারতও এই ক্ষেত্রে কাজের অগ্রগতির চেষ্টা করছে। এই সেক্টরই দুই দেশকে এক সুতোয় বাঁধতে পারে বলে মনে করছেন দুই রাষ্ট্রনেতা। সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়ে সেমিকনডাকটার সংক্রান্ত বিষয়ে বিশেষ কোর্স আছে।
গোটা বিশ্বে সেমিকনডাকটার সেক্টরে যা উৎপাদন হয়, তার মধ্যে ১০ শতাংশই হয় শুধুমাত্র সিঙ্গাপুর থেকে। ওই দেশের অর্থনীতির ৮ শতাংশই আসে এই সেক্টর থেকে। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, সিঙ্গাপুর শুধুমাত্র বন্ধু দেশই নয়, এই দেশ থেকে অনেক অনুপ্রেরণাও নেওয়ার আছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, বৃহস্পতিবার নরেন্দ্র মোদী ও লরেন্স উয়ং একটি বৈঠক করেছেন। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পার্টনারশিপের বিষয়টি আলোচনা হয়েছে। ডিজিটাইজেশন, স্বাস্থ্য, ওষুধ সহ বিভিন্ন বিষয় উঠে আসে সেই বৈঠকে।
Semiconductors and technology are important facets of India-Singapore cooperation. This is also a sector where India is increasing its presence. Today, PM Wong and I visited AEM Holdings Ltd. We look forward to working together in this sector and giving our youth more… pic.twitter.com/Bdh8nU1w6Y
— Narendra Modi (@narendramodi) September 5, 2024